আইপিএল-এর সব থেকে দামি ভারতীয় ক্রিকেটার পবন নেগি। যুবরাজ সিংহকে ছাপিয়ে গেলেন তিনি। জায়গা করে নিলেন যুবরাজেরই প্রাক্তন দল দিল্লি ডেয়ার ডেভিলসে। ৮.৫ কোটিতে তাঁকে কিনে নিল দিল্লি। গত বছর যুবরাজকে প্রচুর টাকায় কিনে হতাশই হতে হয়েছিল দিল্লির। সেই অনুযায়ী খেলতে পারেননি যুবরাজ। এই বছর যুবরাজকে রিলিজ করে দেয় তারা। এবার অপ্রত্যাশিত দামেই পবন নেগিকে তুলে নিল দিল্লি। টি২০ বিশ্বকাপ জাতীয় দলেও রয়েছেন নেগি। ৭ কোটিতে যুবরাজ গেলেন হায়দরাবাদে। পুরো নিলামে সব থেকে বেশি দাম পেলেন শেন ওয়াটসন। তাঁকে ৯.৫ কোটিতে কিনে নিল বেঙ্গালুরু।
• ০৫.৫২ ফারহান বেহরাদিনকে ৩০ লাখে কিনে নিল পঞ্জাব। অখিল হেরওয়াদেকর ১০ লাখে গেলেন দিল্লিতে ও একই দামে মাহিপাল লোমরোরও গেলেন দিল্লিতে।
• ০৫.৩১ স্কট বোল্যান্ড ৫০ লাখে পুণেতে, বিক্রমজিৎ মালিক ২০ লাখে বেঙ্গালুরুতে, পবন সুয়াল ১০ লাখে দিল্লিতে, অ্যাডাম জাম্পা ৩০ লাখে পুণেতে, অমিত মিশ্রা ১০ লাখে গুজরাতে, জোয়েল প্যারিস৩০ লাখে দিল্লিতে জায়গা করে নিলেন।
• ০৫.২৬ দ্বিতীয় রাইন্ডেও দল পেলেন না প্রজ্ঞান ওঝা।
• ০৫.২৪ কেন রিচার্ডসনকে ২ কোটিতে কিনে নিল বেঙ্গালুরু। স্যামুয়েল ৫০ লাখ বেস প্রাইজে গেলেন বেঙ্গালুরুতে।
• ০৫.২৬ দল পেলেন বাংলার অশোক দিন্দা। ৫০ লাখে তাঁকে নিল পুণে।
• ০৫.২১ প্রত্যুষ সিংহ ও সৈয়দ আহমেদরে বেস প্রাইজ ১০ লাখে তুলে নিল দিল্লি।
• ০৫.০৭ কেপি কামাথ ১০ লাখ বেস প্রাইজ থেকে ১.৪ কোটিতে তিনি গেলেন মুম্বই ইন্ডিয়ান্সে।একই বেস প্রাইজ থেকে ২ লাখে ক্রুনাল পান্ডেকে নিল মুম্বই। বেস প্রাইজ ১০ লাখে দীপক পুনিয়াও গেলেন মুম্বইয়ে।
• ০৫.০৪ ১০ লাখে বাবা অপরাজিত ও দীপক চাহারকে নিল পুণে।একই দামে মনন শর্মা গেলেন কলকাতায়।
• ০৫.০৩ অক্ষয় কারনেওয়ার ১০ লাখে বেঙ্গালুরুতে ও শাদাব জাকাতি ২০ লাখে গেলেন গুজরাতে।
• ০৫.০১ আর সতীশকে ২০ লাখে কিনল কলকাতা ও ৩৫ লাখে বিজয় শঙ্কর হায়দরাবাদে।
• ০৪.৫৬ প্রবীন দুবেকে ৩৫ লাখে কিনে নিল বেঙ্গালুরু।
• ০৪.৫৩ অ্যান্ড্রু টাইকে ৫০ লাখে কিনে নিল গুজরাত।
• ০৪.৫২ বেন কাটিং ৫০ লাখে হায়দরাবাদে।
• ০৪.৫০ জেসন হোল্ডার ৭০ লাখে কলকাতা ও থিসারা পেরেরা ১ লাখে পুণে দলে নাম লেখালেন।
• ০৪.৪৪ মুম্বই ইন্ডিয়ান্সে ১০ লাখে কিনে নিল জিতেশ শর্মাকে।
• ০৪.৪৩ পিটার হ্যান্ডসকম্ব ৩০ লাখে পুণেতে।
• ০৪. ৪০ বেস প্রাইজ ১০ লাখে পুণেতে অঙ্কুশ বেইনস ও একই দানে তিরলামাসেতি সুমন গেলেন হায়দরাবাদে।
• ০৪.৩৮ সাম বিলিং ৩০ লাখে গেলেন দিল্লিতে।
• ০৪.৩৩ মার্টিন গাপ্তিল, মাইকেল হাসি, উসমান খোয়াজা, হাসিম আমলা ও জর্জ বেইলি দ্বিতীয় রাইন্ডেও দল পেলেন না।
• ০৪.৩০ গুজরাত লায়ন্সে অ্যারন ফিঞ্চ। বেস প্রাইজ ১ লাখেই তাঁকে কিনল।
• ভারতীয়দের মধ্যে এখনও শীর্ষে পবন নেগি। যুবরাজ সিংহকে ছাপিয়ে গেলেন তিনি।
নিলাম শেষ। এবার যে সব ক্রিকেটাররা নিলামে দল পাননি তাঁদের দলে নেওয়ার পালা।
• ০৩.৩১ ৮০ লাখে কেসি কারিয়াপ্পাকে কিনে নিল পঞ্জাব।
• ০৩.২৮ ১০ লাখ বেস প্রাইজ থেকে ৪.৫ কোটিতে মুরুগান অশ্বিনকে কিনল পুণে।
• ০৩.২৪ প্রবীন তাম্বে, শিভিল কৌশিক ও সরবজিৎ লাড্ডাকে ২০ লাখ, ১০ ও ১০ লাখে কিনে নিল গুজরাত।
• ০৩.২০ সিদ্ধার্থ ত্রিবেদী, পবন সুয়াল, অ্যাডাম জাম্পা দল পেলেন না।
• ০৩.১৬ অঙ্কিত রাজপুতকে ১.৫ কোটিতে কিনল কলকাতা। বেস প্রাইজ ছিল ১০ লাখ।
• ০৩.০৮ রাজস্থানের পেসার নাথু সিংহকে ৩.২ কোটিতে কিনে নিল মুম্বই। বেস প্রাইজ ছিল ১০ লাখ।
• ০৩.০৫ ডন মুথুস্বামী, বিক্রমজিৎ মালিক, বীরপ্রতাপ সিংহ, হরমিত সিংহ বনসল দল পেলেন না।
• ০৩.০৪ ২০ লাখে প্রদীপ সাঙ্গওয়ানকে ২০ লাখে কিনে নিল গুজরাত।
• ০৩.০২ রজত ভাটিয়াকে ৬০ লাখে কিনে নিল পুণে।
• ০২.৫৭ যুবরাজকে ছাপিয়ে গেলেন পবন নেগি। ৩০ লাখ টাকা বেস প্রাইজ থেকে তাঁকে ৮.৫ কোটিতে কিনল দিল্লি।
• ০২.৫৫ কেভিন ও‘ব্রায়ান দল পেলেন না।
• ০২.৫৪ অঙ্কিত শর্মা ১০ লাখে গেলেন পুণেতে।
• ০২.৪৮ সবাইকে চমকে দিয়ে দীপক হুদা ১০ লাখ বেস প্রাইজ থেকে পেলেন ৪.২ কোটি। তাঁকে কিনল হায়দরাবাদ।
• ০২.৪৬ ইকবাল আবদুল্লা ১০ লাখে গেলেন বেঙ্গালুরুতে।
• ০২.৪৪ অঙ্কুশ বেইনস, দীনেশ ইয়াগনিক, মানবিন্দর বিসলা দল পেলেন না।
• ০২.৪২ আদিত্য তারেকে ১.২ কোটিতে নিল হায়দরাবাদ।
• ০২.৩৭ একলব্য দ্বিবেদীকে গুজরাত কিনল ১ কোটিতে।
• ০২.৩২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে রেকর্ড করা ও এদিন সকালেই ব্যাট হাতে সেঞ্চুরি করা ঋশভ পান্থকে নিয়ে চলল টানাটানি। শেষ পর্যন্ত ১.৯ কোটিতে কিনে নিল দিল্লি। বেস প্রাইজ ছিল ১০ লাখ।
• ০২.৩১ ভারতীয় অনূর্ধ্ব-১৯ অধি্নায়ক ইশান কিষানকে ৩৫ লাখে কিনে নিল গুজরাত। বেস প্রাইস ছিল ১০ লাখ।
• ০২.২৮ হিমাচল প্রদেশের পারস ডোগরা বেস প্রাইজ ১০ লাখে গেলেন গুজরাতে।
• ০২.২৭ অঙ্কিত বাওয়ানে, মিঠুন মানহাস, হিমাংশু রানা, দেবব্রত দাসরা দল পেলেন না।
• ০২.২০ করুণ নায়ার বেস প্রাইজের ৪০ গুন বেশি দাম পেলেন। ১০ লাখ বেস প্রাইজ থেকে কোটিতে দিল্লিতে গেলেন তিনি।
• ০২.১৭ করুণ নায়ারকে নিয়ে চলছে টানাটানি।
• ০২.১৫ সচিন বেবিকে বেস প্রাইজ ১০ লাখে নিল বেঙ্গালুরু।
• লাঞ্চের পর শুরু নিলাম।
• পরবর্তি নিলাম শুরু হবে দুপুর ২.১৫ মিনিটে।
• ০১.০০ লাঞ্চ ব্রেক।
• ১২.৪৩ রিজা হেডরিক, নাথান ম্যাককালাম, ফারহান বেহারদিন, জীবন মেন্ডিস, জুয়ান থেরন, ভেরনন ফিলান্ডার ও ডিন এলগার দল পেলেন না।
• ১২.৪১ ত্রাভিস হেডকে ৫০ লাখে নিল বেঙ্গালুরু।
• ১২.৩৯ লাহিরু থিরিমানে ও রিচার্ড লেভি দল পেলেন না। এই তালিকায় জায়গা করে নিলেন ক্যামেরুন হোয়াইট ও তামিম ইকবাল।
• ১২.৩৬ মুনাফ পটেলকে নিল না কোনও দল।
• ১২.৩৬ আরপি সিংহকে ৩০ লাখে কিনে নিল পুণে।
• ১২.৩৫ অভিমন্যু মিঠুন কে ৩০ লাখে কিনে নিল হায়দরাবাদ।
• ১২.৩১ বারিন্দর স্রানকে ১.২ কোটিতে কিনে নিল সানরাইজ হায়দরাবাদ।
• ১২.২৫ কেইন অ্যাবটকে ২.১ কোটিতে কিনে নিল পঞ্জাব।
• ১২.২২ রঞ্জি ট্রফিতে সৌরাষ্ট্রর হয়ে খেলে দলকে সাফল্য এনে দেওয়া জয়দেব উনাদকরকে ১.৬ কোটিতে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
• ১২.১৯ মুস্তাফিজুরকে ১.৪ কোটিতে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ। বাংলাদেশের এই ফাস্টাবোলারের বেস প্রাইজ ছিল ৫০ হাজার।
• ১২.১৭ মার্কাস স্তইনিসকে ৫৫ লাখে কিনে নিল পঞ্জাব।
• ১২.১৬ সেন অ্যাবট ও জেমস নিশাম দল পেলেন না।
• ১২.৯ ৩০ লাখ বেস প্রাইজ নিয়ে আসা কার্লস ব্র্যাথওয়েটকে ৪.২ কোটিতে কিনে নিল দিল্লি।
• ১২.৭ আবারও দল পেলেন না জো বার্নস, ডেভিড হাসি, ড্যারেন ব্র্যাভো, অ্যাডাম ভোজেস, নিক ম্যাডিসন, ওয়েস শাহ, ওয়েন পার্নেল, বেন কাটিং, গ্র্যান্ট ওলিয়ট ও অভিনব মুকুন্দ।
• ১২.০১ বিরতির পর শুরু আইপিএল নিলাম।
• ১৫ মিনিটের বিরতি।
• প্রজ্ঞান ওঝার দল না পাওয়াটা আশ্চর্যের।
• ১১.৩৮ নাথান লিও, মাইকেল বির, অজন্থা মেন্ডিস, সুলেমান বেন, রাহুল শর্মা, ক্যামেরুন বোয়েস, স্যামুয়েল বদ্রী ও প্রজ্ঞান ওঝা কোনও দল পেলেন না।
• ১১.৩৫ অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জেমস প্যাটিনসন দল পেলেন না। দল পেলেন না সচিনথ্রা সেনানায়াকে ও ভেরাসাময় পেরামুল।
• ১১.৩২ মোহিত শর্মাকে ৬.৫ কোটিতে কিনে নিল কিংস একাদশ পঞ্জাব।
• ১১.৩০ অশোক দিন্দাও দল পেলেন না আইপিএল নিলামে।
• ১১.২০ ৫০ লাখ বেস প্রাইজ হলেও ৩.৫ কোটিতে ভারতের পেস বোলার প্রবীন কুমারকে কিনে নিল গুজরাত।
• ১১.১৯ জন হেস্টিংসকে ১.৩ কোটিতে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
• ১১.১৭ কেন রিচার্ডসনকে কেউ কিনল না।
• ১১.১৬ ধবল কুলকার্নীকে বেস প্রাইজ ২ কোটিতেই কিনে নিল গুজরাত লায়ন্স।
• ১১.১৪ থিসারা পেরেরাকে কেউ নিল না।
• ১১.০৯ মিচেল মার্শকে ৪.৮ কোটিতে কিনে নিল পুনে।
• ১১.০৮ ২ কোটিতে স্টুয়ার্ট বিনিকে কিনে নিল বেঙ্গালুরুয়
• ১১.০৬ ৩০ লাখে কলিন মুনরোকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স।
• ১০.৫৯ ক্রিস হ্যারিস এখনও পর্যন্ত তৃতীয় সর্বোচ্চ দাম পেয়ে যুবরাজকে ছুয়ে ফেললেন। ৫০ লাখ বেস প্রাইজ হলেও তাঁকে দিল্লি কিনে নিল ৭ কোটিতে।
• ১০. ৫৮ রবি বোপারা, জেসন হোল্ডার ও তিলকরত্নে দিলশানও নিলামে দল পেলেন না।
• ১০.৫৬ বেস প্রাইজ ১ কোটিতে পুনে কিনে নিল ইরফান পাঠানকে।
• ১০.৫৫ মনোজ তিওয়ারি দল পেলেন না নিলামে।
• ১০.৫০ ২.৩ কোটিতে দীনেশ কার্তিককে কিনে নিল গুজরাত লায়ন্স। বেস প্রাইজ ছিল ২ কোটি।
• ১০.৪৬ মুশফিকুর রহিম ও জনসন চার্লসের জন্য নিলামে দর হাঁকল না কোনও ফ্র্যাঞ্চাইজি। সেই তালিকায় রয়েছেন ব্র্যাড হাডিন, মর্নি ভ্যান ও বেন ডাঙ্ক।
• ১০.৪২ মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইটরাইডার্সের লড়াইয়ের শেষে ৩.৮ কোটিতে মুম্বইতেই গেলেন জো বাটলার।
• ১০.৩৪ ৪.২ কোটিতে সঞ্জু স্যামসনকে কিনে নিল দিল্লি ডেয়ারডেভিলস।
• ১০.২৯ আবারও বিক্রি না হওয়ার তালিকায় ঢুকে গেল একাধিক নাম। জর্জ বেইলি, বদ্রীনাথ, মাহেলা জয়াবর্ধনে মাইকেল হাসি, উসমান খোয়াজা ওহাসিম আমলা এখনও পর্যন্ত কোনও দল পাননি। নিলামে কেউ তাঁদের জন্য দর হাঁকল না।
• ১০.২৮ ৫০ লাখের চেতেশ্বর পূজারার জন্যও ঝাঁপাল না কোনও দলই।
• ১০.২৬ রিলে রসুর জন্য কোনও দলই নিলামে দর হাঁকল না।
• রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং কোচ ড্যানিয়েল ভেত্তোরি খুশি শেন ওয়াটসনকে দলে পেয়ে।
• এখনও পর্যন্ত শেন ওয়াটসনই সর্বোচ্চ দাম পেলেন। তার পরই রয়েছেন যুবরাজ সিংহ।
• ১০.০৮ ডেল স্টেইনকে ২.৩ কোটিতে কিনে নিল গুজরাত।
• ১০.০১ ৭ কোটিতে যুবরাজ সিংহকে কিনে নিল হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্স, পুনে ও বেহ্গালুরু শুরুতে ঝাপালেও যুবরাজ গেলেন হায়দরাবাদে।
• এবার যুবরাজ সিংহর পালা।
• ৯.৫৬ আশিস নেহরার বেস প্রাইজ ২ কোটি। ৫.৫ কোটিতে নেহরাকে কিনে নিল হায়দরাবাদ। শুরুতে পঞ্জাব, পুনেও ঝাপিয়েছিল তাঁর জন্য।
• ৯.৫৪ অ্যারন ফিঞ্চের মতো টি২০র সেরা ব্যাটসম্যান জন্য কেউ দর হাঁকলেন না। বেস প্রাইজ ছিল ১ কোটি।
• ৯.৪৯ শেন ওয়াটসনের বেস প্রাইজ ২ কোটি। ৯.৫ কোটিতে পুনে, মুম্বইয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পর তাঁকে কিনে নিল বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স।
• ৯.৪৭ মার্টিন গাপতিল নিলামে উঠলেও এখনও কোনও দল তাঁকে নেয়নি। তাঁর বেস প্রাইজ ছিল ৫০ লাখ।
• ৯.৪২ ইশান্ত শর্মা ৩.৮ কোটিতে পুনে সুপার জায়ান্টে।
• ৯.৪০ ডোয়েন ব্র্যাভোর বেস প্রাইস ছিল ৫০ লাখ। পুনে আর গুজরাত লড়াই করলেও শেষ পর্যন্ত ২.৩ কোটিতে তাঁকে কিনে নিল গুজরাত লায়ন্স।
• ৯.৩৪ কেভিন পিটারসনের বেস প্রাইস ছিল ২ কোটি। ৩.৫ কোটিতে পিটারসনকে কিনে নিল পুনে সুপার জায়ান্ট।
আরও খবর
যুবরাজের আইপিএল ভাগ্যে দেখা যেতে পারে নতুন চমক
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy