Advertisement
E-Paper

আইপিএল প্লে-অফ বা ফাইনাল হয়তো ইডেনে

মহারাষ্ট্র থেকে আইপিএলের কিছু ম্যাচ সরে কি কলকাতায় আসছে? বুধবার বিকেলে বম্বে হাইকোর্টের রায়ের খবর এসে পৌঁছনোর পরমুহূর্ত থেকেই এই জল্পনা শুরু হয়ে গেল বঙ্গ ক্রিকেটের অন্দরমহলে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৬ ০৩:৫৩

মহারাষ্ট্র থেকে আইপিএলের কিছু ম্যাচ সরে কি কলকাতায় আসছে?

বুধবার বিকেলে বম্বে হাইকোর্টের রায়ের খবর এসে পৌঁছনোর পরমুহূর্ত থেকেই এই জল্পনা শুরু হয়ে গেল বঙ্গ ক্রিকেটের অন্দরমহলে।

আদালতের নির্দেশে প্লে অফের দু’টি ম্যাচ (এলিমিনেটর ও কোয়ালিফায়ার ২) সরে যাচ্ছে পুণে ও মুম্বই থেকে। পুণের চারটি ও মুম্বইয়ের তিনটি হোম ম্যাচও সরাতে হবে বোর্ডকে। নাগপুরের পঞ্জাবের তিনটি হোম ম্যাচও সরছে। আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লর মতে যা ‘‘বেশ কঠিন কাজ। এত বড় আইপিএলের ১৩টা ম্যাচ কয়েক দিনের মধ্যে সরিয়ে দেওয়া খুব কঠিন কাজ।’’

তবু শোনা যাচ্ছে, গত কয়েক দিন ধরে জল-মামলার গতিবিধি দেখে বোর্ড একটা প্ল্যান বি করে রেখেছিল। যাতে মুম্বইয়ের শেষ তিনটি হোম ম্যাচ রায়পুর বা কানপুরে হতে পারে। কিংগস ইলেভেন পঞ্জাবের তিনটে ম্যাচ মোহালিতে আসা নিয়ে কোনও সমস্যা নেই। কিন্তু কলকাতাবাসী শিল্পপতি সঞ্জীব গোয়েন্কার টিম শেষ পর্যন্ত তাদের শেষ চারটি হোম ম্যাচ কোথায় খেলবে, এটাই এখন বড় প্রশ্ন।

বুধবার সন্ধ্যায় আচমকা ইডেন ক্লাবহাউসে রটে যায়, পুণে ফ্র্যাঞ্চাইজির মালিকপক্ষ কলকাতায় তাঁদের শেষ চারটি হোম ম্যাচ খেলতে চেয়ে অনুরোধ জানিয়েছে। এ ছাড়া হয়তো প্লে অফের দু’টি ম্যাচের মধ্যে একটি অথবা ফাইনালও চলে আসতে পারে কলকাতায়। কিন্তু সিএবি-র অপর একাংশের ধারণা, টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ও ভারত-পাক ম্যাচ দেওয়ার পর বোর্ড বোধহয় আর আইপিএল ফাইনালের মতো হাই প্রোফাইল ম্যাচ সিএবি-কে দেবে না। ও দিকে বুধবার রাতে বোর্ড সূত্রের খবর, ফাইনাল পাওয়ার দৌড়ে নাকি এগিয়ে রয়েছে বেঙ্গালুরু। আর সিএবি সূত্রের দাবি, ব্যাপারটা নিয়ে এই মাসের শুরু থেকেই লেগে রয়েছেন সিএবি প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও অভিষেক ডালমিয়া। বোর্ডকে তাঁরা ৩ এপ্রিল থেকেই জানিয়ে রেখেছেন, যে কোনও কারণে যদি ফাইনাল সরাতে হয়, তা হলে যেন ইডেনকে তা দেওয়া হয়। ইডেন সব সময়ই যে তৈরি, তার প্রমাণ তাঁরা আগেই দিয়েছেন। এত আগে থেকে দরবার করে রাখার ফলে ফাইনাল না পেলেও একটি প্লে অফ ম্যাচ যে আসবে, এই ব্যাপারে আত্মবিশ্বাসী সিএবি।

তবে ম্যাচের পর সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য বললেন, এখনও কোনও কিছুই চূড়ান্ত হয়নি। প্লে-অফ বা ফাইনাল ইডেনে আনার ব্যাপারে কি আপনি আবেদন জানিয়েছেন? সৌরভ বললেন, ‘‘আমি কারও সঙ্গেই কথা বলিনি। সবে তো আজ আদালতের রায় ঘোষণা হল। দু’এক দিন যাক। তার পর দেখা যাবে।’’ পুণে ম্যানেজমেন্টের কাছ থেকে কোনও অনুরোধ এসেছে তাদের হোম ম্যাচ ইডেনে করা নিয়ে? ‘‘ইডেন তো কেকেআরের হোম। এখানে পুণের ম্যাচ কী করে হবে?’’ বলছেন সৌরভ।

বম্বে হাইকোর্টের রায় শোনার পর জল্পনা শুরু হয়ে গিয়েছিল, মহেন্দ্র সিংহ ধোনির দলের হোম ম্যাচগুলিও হয়তো ইডেনেই হতে চলেছে। কিন্তু রাতের দিকে সিএবি সূত্রে খবর পাওয়া যায়, পুণের হোম ম্যাচ কলকাতায় হওয়া কঠিন। ইডেন যেহেতু নাইটদের হোম এবং আইপিএলের লিগ পর্যায়ের শেষ পর্যন্ত ইডেন তাঁদেরই দখলে থাকবে, তাই পুণেকে হোম ম্যাচ খেলতে দেওয়ার অনুমতি তাদেরই দেওয়ার কথা। কেকেআরের এক কর্তা বলেন, ‘‘মে মাসে যেখানে আমাদের টানা পাঁচটা হোম ম্যাচ রয়েছে, তাই অন্য কোনও ফ্র্যাঞ্চাইজিকে খেলার অনুমতি দেওয়া যাবে কি না, সন্দেহ আছে। পুণের কাছ থেকে এমন কোনও অনুরোধ এলে আমাদের মিটিং ডেকে তা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। এখন পর্যন্ত এ রকম কোনও অনুরোধ এসেছে বলে জানা নেই।’’

পুণেকে ইডেনে হোম ম্যাচ খেলতে দিলে তাদের ইডেনে ব্র্যান্ডিং করতেও দিতে হবে। কেকেআর তাদের মাঠে পুণেকে তা করতে দেবে, এমন কোনও নিশ্চয়তা নেই। সিএবি-র এক শীর্ষকর্তা জানিয়ে দিলেন, ‘‘ভেনু কনট্র্যাক্ট অনুযায়ী সেটা সম্ভবও নয়।’’ তা হলে পুণের ম্যাচ কোথায় হতে পারে? মহেন্দ্র সিংহ ধোনির ঘরের মাঠ রাঁচি মুখিয়ে রয়েছে ম্যাচগুলি পেতে। ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থা তাদের স্বাগতও জানিয়েছে বলে জানা গিয়েছে।

IPL 2016
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy