Advertisement
১৬ এপ্রিল ২০২৪

গভর্নিং কাউন্সিল থেকে আকাশ, জোড়া চ্যালেঞ্জের মুখে বোর্ড

টুর্নামেন্টে প্রথম বল পড়তে বাকি আর বাহাত্তর ঘণ্টা। তার আগে জোড়া চ্যালেঞ্জ উদ্ভূত আইপিএল আকাশে। চ্যালেঞ্জ এক: আইপিএল আট শুরু হচ্ছে। কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিলের খোঁজ এখনও নেই। আইপিএল চেয়ারম্যান কে, সেটাও নিশ্চিত নয়। বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বিবাদমান দুই গোষ্ঠীর দুই পৃথক প্যানেল হাতে নিয়ে বসে। কিন্তু কাদের প্যানেলকে অনুমোদন করবেন, ঠিক করতে পারেননি।

শহরে ঢুকে পড়লেন আর এক অফস্পিনার। রবিবার রাতে দমদম বিমানবন্দরে মুম্বই ইন্ডিয়ান্সের হরভজন সিংহ। ছবি: শঙ্কর নাগ দাস।

শহরে ঢুকে পড়লেন আর এক অফস্পিনার। রবিবার রাতে দমদম বিমানবন্দরে মুম্বই ইন্ডিয়ান্সের হরভজন সিংহ। ছবি: শঙ্কর নাগ দাস।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৫ ০২:৫২
Share: Save:

টুর্নামেন্টে প্রথম বল পড়তে বাকি আর বাহাত্তর ঘণ্টা। তার আগে জোড়া চ্যালেঞ্জ উদ্ভূত আইপিএল আকাশে।

চ্যালেঞ্জ এক: আইপিএল আট শুরু হচ্ছে। কিন্তু আইপিএল গভর্নিং কাউন্সিলের খোঁজ এখনও নেই। আইপিএল চেয়ারম্যান কে, সেটাও নিশ্চিত নয়। বোর্ড প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বিবাদমান দুই গোষ্ঠীর দুই পৃথক প্যানেল হাতে নিয়ে বসে। কিন্তু কাদের প্যানেলকে অনুমোদন করবেন, ঠিক করতে পারেননি। বোর্ড গঠনতন্ত্রে আছে, গভর্নিং কাউন্সিল ছাড়াও আইপিএল হতে পারে। সেক্ষেত্রে আইপিএল সংক্রান্ত কাজ চালাতে পারে ওয়ার্কিং কমিটি। এ বার দেখার যে, গঠনতন্ত্রের সুযোগ ডালমিয়া নেন কি না। সুনীল নারিন ইস্যুতে ডালমিয়া দেখিয়েছেন, তিনি চেন্নাই-চাপের কাছে মাথা নত করতে রাজি নন। তাতে যতই ঝুঁকি আর হুমকি ধেয়ে আসুক। এ বার দেখার আগামী ক’দিন তিনি কী ভাবে সামলান।

চ্যালেঞ্জ দুই: কলকাতার আকাশ। আইপিএল উদ্বোধনের রোশনাইকে যা বিপন্ন করে দিতে পারে। মঙ্গলবার উদ্বোধন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আকাশ সে দিন বিকেল চারটে থেকে মেঘলা থাকবে। সেটা শেষ পর্যন্ত থাকলে আকাশে লেজার শো করা সম্ভব না-ও হতে পারে। এখানেই শেষ নয়। অনুষ্ঠান শুরু হওয়ার কথা সন্ধে সাড়ে সাতটা থেকে। আর হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের আশঙ্কা মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে সাতটার মধ্যে!

প্রথমটা নিয়ে আরও শোনা গেল, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির কাছেও নাকি দ্বারস্থ হয়েছে ডালমিয়ার বোর্ড। সমাধান চাওয়ার জন্য। বলা হচ্ছে, জেটলি নাকি আশ্বাস দিয়েছেন এটা মেটাবেন। কিন্তু এখনও চূড়ান্ত সমাধান আসেনি। ঠিক তেমনই সমাধান আপাতত পাওয়া যাচ্ছে না শহরের আকাশকে ঘিরে। এ দিন সিএবিতে উদ্বোধন নিয়ে বৈঠক করে যান আইপিএল সিইও সুন্দর রামন। সেখানে মঙ্গলবার বৃষ্টির আশঙ্কা নিয়ে খোঁজও চলে। শোনা গেল, আকাশ মেঘলা থাকলে লেজার শো না-ও করা যেতে পারে। আর বৃষ্টি হলে অনুষ্ঠানই বিপদে পড়তে পারে। দুইয়ে মিলে আপাতত ভাল চাপে বোর্ড।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE