দশম আইপিএল শুরু হতে না হতেই বিতর্কের আগুন ছড়াল। রবিবারের কলকাতা নাইট রাইডার্স আর মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ নিয়ে তুমুল বাক বিতণ্ডায় জড়িয়ে পড়লেন ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকর ও মুম্বই ইন্ডিয়ান্সের তারকা ক্রিকেটার কায়রন পোলার্ড।
ঘটনার সূত্রপাত রবিবার ম্যাচ চলাকালীন। মুম্বই ইন্ডিয়ান্স পাণ্ড্য ভাইদের দাপটে ম্যাচ জিতলেও রান তাড়া করার সময় পোলার্ড ব্যাট করতে নেমে আহামরি কিছু করতে পারেননি। ১৭ বলে ১৭ রান করে ক্রিস ওকসের বলে আউট হয়ে যান। ধারাভাষ্য দিতে গিয়ে মঞ্জরেকর এই সময় বলে বসেন, পোলার্ড ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামার যোগ্য নন। তিনি বলেন, ‘‘পোলার্ডের মস্তিষ্ক ইনিংসের গোড়ার দিকে নামার মতো উর্বর নয়। ও শুধু শেষের দিকেই সফল।’’
আরও পড়ুন: সুপারম্যান ঋদ্ধির ক্যাচ নিয়ে আলোচনা তুঙ্গে