Advertisement
০৭ মে ২০২৪

জয়ে ফিরে দিল্লি এখন আশাবাদী

পর পর পাঁচটা ম্যাচে হারার পরে অবশেষে একটা জয়। যে জয় এখন দিল্লি ডেয়ারডেভিলসকে স্বপ্ন দেখাচ্ছে প্লে-অফের ছাড়পত্র পাওয়ার। আজ, বৃহস্পতিবার দিল্লির লড়াই গুজরাত লায়ন্সের সঙ্গে। সুরেশ রায়নার দল এখনও সরকারি ভাবে ছিটকে না গেলেও প্লে-অফ থেকে ক্রমশ দূরে সরছে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ০৩:৫৮
Share: Save:

পর পর পাঁচটা ম্যাচে হারার পরে অবশেষে একটা জয়। যে জয় এখন দিল্লি ডেয়ারডেভিলসকে স্বপ্ন দেখাচ্ছে প্লে-অফের ছাড়পত্র পাওয়ার।

আজ, বৃহস্পতিবার দিল্লির লড়াই গুজরাত লায়ন্সের সঙ্গে। সুরেশ রায়নার দল এখনও সরকারি ভাবে ছিটকে না গেলেও প্লে-অফ থেকে ক্রমশ দূরে সরছে। এই অবস্থায় দিল্লি চায় ডেয়ারডেভিলসের মতোই ক্রিকেট খেলতে। জাহির খান না থাকায় দলকে এখন যিনি নেতৃত্ব দিচ্ছেন, সেই করুণ নায়ার বলছেন, ‘‘সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলেছি। সেটাই আমাদের সাফল্য এনে দিয়েছে।’’

দিল্লির স্পিনার অমিত মিশ্র বলেছেন, ‘‘আমরা যথেষ্ট ইতিবাচক মনোভাব নিয়েই খেলতে নামব। আমরা আত্মবিশ্বাসী। একটা একটা ম্যাচ ধরে এগোতে চাই। টিম হিসেবে আমরা যথেষ্ট ভাল। সানরাইজার্সের বিরুদ্ধে আমাদের ব্যাটিং-বোলিং ভালই হয়েছে। শুধু ফিল্ডিংয়ের উন্নতি করতে হবে।’’

আরও পড়ুন: প্লে-অফের আগে হয়তো উথাপ্পা নেই

সানরাইজার্স ইনিংসের মাঝপথে রান আটকে দেওয়ার কাজটা করেছিলেন লেগস্পিনার অমিত মিশ্র। নিজের বোলিং নিয়ে তিনি বলছেন, ‘‘আমি সব সময় আক্রমণাত্মক বোলিং করতে ভালবাসি। আমি উইকেট নেওয়ার জন্য ঝাঁপাই। আমার কাজটাই হল বিপক্ষের ওপর চাপ তৈরি করা।’’

দিল্লির পক্ষে ভাল খবর হল, ম্যাচটা হচ্ছে তাদের ঘরের মাঠে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE