Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ জানুয়ারি ২০২২ ই-পেপার

গতি অস্ত্র ছিল আমাদের: গম্ভীর

নিজস্ব প্রতিবেদন
২৪ এপ্রিল ২০১৭ ০৪:০৯
নাইটদের ইনিংসের ভীত গড়ে দেওয়ার পথে গম্ভীর-নারাইন জুটি।

নাইটদের ইনিংসের ভীত গড়ে দেওয়ার পথে গম্ভীর-নারাইন জুটি।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইনিংস শুরু হওয়ার আগে নাইট অধিনায়ক গৌতম গম্ভীর তাঁর টিমের ফাস্ট বোলিং ব্রিগেডকে বলেছিলেন, ‘‘যাও, যত জোরে সম্ভব বল করো।’’ ফিল্ডিংটাও তিনি সাজিয়েছিলেন টেস্ট ম্যাচের ঢংয়ে। দু’টো স্লিপ, একটা ফরোয়ার্ড শর্ট লেগ। ‘‘আমাদের টিমে যা পেস আক্রমণ আছে, তা এই আইপিএলের অনেক টিমেরই নেই। তিন জন পেসার ১৪০-এর ওপর গতিতে বল করছে, এটা আমাদের সম্পদ। সেই সুবিধাটা কাজে লাগাতে চেয়েছিলাম,’’ ম্যাচের পরে টিভি সাক্ষাৎকারে বলেন গম্ভীর।

নাইটদের আক্রমণাত্মক স্ট্র্যাটেজি পরিষ্কার হয়ে গিয়েছিল প্রথম বল থেকেই। গতি, বাউন্স এবং মুভমেন্ট— এই ত্রয়ীকে কাজে লাগিয়ে বিপক্ষকে শেষ করা। গম্ভীর বলছিলেন, ‘‘আমাদের পেসাররা দুর্দান্ত বল করে গেল। উমেশ-কুল্টার নাইল দারুণ শুরু করল। ক্রিস ওক্‌স এসে সেই চাপটা রেখে যায়।’’

আরসিবি ইনিংসে ৯.৪ ওভার বল করেছে কেকেআর। এবং সব ক’টা ওভারই পেসারদের। এটাও বোধহয় অভাবনীয় ব্যাপার যে সুনীল নারিন ম্যাচে তাঁর ছাপ রেখে গেলেন ব্যাট হাতে। এক ওভারের জন্যও আনা হয়নি তাঁকে। গম্ভীরের ব্যাখ্যা, ‘‘ইডেনের পিচ পেসারদের সাহায্য করছিল। আমাদের হাতে চার জন ভাল পেসারও ছিল। তাই স্পিনার আনার কোনও প্রয়োজন হয়নি।’’

Advertisement

আরও পড়ুন: গতি অস্ত্রে ইডেনে বিরাট জয় পেল নাইটরা

অবিশ্বাস্য একটা ম্যাচ জিতলেও গম্ভীর মনে করছেন, তাঁর দল এখনও সেরা ফর্মে খেলতে পারছে না। কেকেআর অধিনায়ক বলে গেলেন, ‘‘এটা মোটেই আমাদের ‘এ’ গেম নয়। আমরা এর চেয়ে অনেক ভাল খেলতে পারি, সেটা দেখিয়ে দেব।’’

আরও পড়ুন

Advertisement