জিততে গেলে রাইজিং পুণে সুপারজায়ান্টের ১৬৩ রান টপকাতে হবে। এই পরিস্থিতিতে ২০ বলে ৪৪ রানের মারকাটারি ইনিংস খেললেন তিনি। যা সাজানো রইল জোড়া চার ও চার ছক্কায়। যার সুবাদে ইন্দৌর-এ রাইজিং পুনে সুপারজায়ান্ট-এর বিরুদ্ধে ছয় উইকেটে ম্যাচ জিতল কিংগস ইলেভেন প়ঞ্জাব। অধিনায়ক হিসেবে নিজের অভিষেকও স্মরণীয় করে রাখলেন কিংগস ইলেভেন পঞ্জাব অধিনায়ক গ্লেন ম্যাক্সওয়েল।
যা দেখে উচ্ছ্বসিত টিম মালিক প্রীতি জিন্টার টুইট, ‘‘সিংহের গুহায় জেতার জন্য কিংগস ইলেভেন পঞ্জাবকে শুভেচ্ছা। ২০১৭-য় একটা দুর্দান্ত আইপিএল মরসুম দেখতে মুখিয়ে রইলাম।’’
আরও পড়ুন: তাণ্ডবের পরে আইপিএলে ‘লিন্মাদোনা’