ধারাবাহিকতার অভাবে ভুগতে থাকা গুজরাত লায়ন্সকে হারিয়ে আইপিএলে প্লে-অফের দৌড়ে ফিরে এল কিংগস ইলেভেন পঞ্জাব। রবিবার বিকেল চারটের ম্যাচে তারা জিতল ২৬ রানে। এবং, আবারও তাদের জয়ের নায়ক হাসিম আমলা। মূলত রক্ষণাত্মক টেস্ট ব্যাটসম্যান হিসেবে এত কাল পরিচিত ছিলেন আমলা।
কিন্তু আগের ম্যাচে সেঞ্চুরি করে সকলকে চমকে দেওয়ার পর এ দিনও দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানই ম্যাচের সেরার পুরস্কার জিতে নিলেন। তাঁর ৪০ বলে ৬৫ রানের ইনিংসে নানা স্ট্রোকের ফুলঝুরিও দেখা গেল। তবে একইসঙ্গে আমলার ফিটনেস নিয়ে সংশয় তৈরি হয়েছে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিতেও আসতে পারেননি তিনি।
পঞ্জাবের স্কোরকে লড়াকু থেকে জেতার মতো রানে নিয়ে গেলেন অক্ষর পটেল। ভারতীয় দলের মূলস্রোত থেকে এই মুহূর্তে ছিটকে গিয়েছেন অক্ষর। কিন্তু এই আইপিএলে তিনি ফের নজর কাড়তে শুরু করেছেন। এ দিন করলেন ১৭ বলে ৩৪। তার পর বল হাতে দু’টি মূল্যবান উইকেটও তুললেন।