IPL 2022: Five bowlers who gave maximum runs in an over of IPL dgtl
URL Copied
আইপিএল
IPL 2022: স্যামসের ওভারে ৩৫ রান কেকেআরের কামিন্সের, আইপিএলে ওভারে সব থেকে বেশি রান দিয়েছেন কারা
নিজস্ব প্রতিবেদন
কলকাতা ০৭ এপ্রিল ২০২২ ১৭:১৯
Advertisement
১ / ১১
মুম্বইয়ের বিরুদ্ধে ড্যানিয়েল স্যামসের এক ওভারে ৩৫ রান করেছেন কলকাতার প্যাট কামিন্স। সেই ওভারেই ম্যাচ জিতে যায় কলকাতা। আইপিএলের ১৪ বছরের ইতিহাসে এই রকমের ঘটনা আরও ঘটেছে।
২ / ১১
আইপিএলের ইতিহাসে এক ওভারে সব থেকে বেশি ৩৭ রান দিয়েছেন কোচি টাস্কার্স কেরলের প্রশান্ত পরমেশ্বরণ। ২০১০ সালের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এই রান দেন তিনি।
Advertisement
Advertisement
৩ / ১১
সে বারই প্রথম বার খেলার সুযোগ পায় কোচি। ম্যাচের তৃতীয় ওভারে পরমেশ্বরণের বলে তিনটি চার ও চারটি ছক্কা মারেন ক্রিস গেল। একটি নো বলও করেন পরমেশ্বরণ।
৪ / ১১
২০২১ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হর্ষল পটেলও এক ওভারে ৩৭ রান দেন। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ছিল খেলা।
Advertisement
৫ / ১১
ম্যাচের শেষ ওভারে চেন্নাইয়ের রবীন্দ্র জাডেজা হর্ষলকে একটি চার ও পাঁচটি ছক্কা মারেন। একটি বলে দু’রান নেন জাডেজা। একটি নো বল হয়।
৬ / ১১
এই বারের আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে এক ওভারে ৩৫ রান করে চমক দিয়েছেন প্যাট কামিন্স। সেই সঙ্গে মাত্র ১৪ বলে অর্ধশতরান করেন তিনি।
৭ / ১১
কামিন্স ইনিংসের ১৬তম ওভারে স্যামসকে দু’টি চার ও চারটি ছক্কা মারেন। একটি নো বল হয়। সেই বলে দু’রান নেন কলকাতার ব্যাটার।
৮ / ১১
২০১০ সালে কলকাতার বিরুদ্ধেই এক ওভারে ৩৩ রান দেন পঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব) বোলার রবি বোপারা। ম্যাচের ১৩তম ওভারে হয় সেই ঘটনা।
৯ / ১১
বোপারাকে এক ওভারে চারটি ছক্কা মারেন ক্রিস গেল। ওয়াইডে সাত রান দেন বোলার। সেই সঙ্গে দু’টি খুচরো রান হয়।
১০ / ১১
২০১৪ সালে আইপিএলের প্লে-অফে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এক ওভারে ৩৩ রান দেন পঞ্জাব কিংসের (তৎকালীন কিংস ইলেভেন পঞ্জাব) পরবিন্দর আওয়ানা।
১১ / ১১
ম্যাচে ষষ্ঠ ওভারে আওয়ানার বলে পাঁচটি চার ও দু’টি ছক্কা মারেন সুরেশ রায়না। একটি নো বলও করেন আওয়ানা।