Advertisement
০৫ মে ২০২৪

ছবি: আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২৩:১৬
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২৩:১৬

সহজ জয় কলকাতার

চেন্নাইকে ৬ উইকেটে হারাল কলকাতা।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২২:৫৬

আউট বিলিংস

ব্র্যাভোর বলে ছয় মারতে গিয়ে আউট হলেন বিলিংস। ২১ বলে ২৫ রান করে ফিরলেন তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২২:২৯ key status

আউট রহাণে

স্যান্টনারের বলে আউট রহাণে। ৪৪ রানে ফিরলেন তিনি। জাডেজার হাতে ক্যাচ দেন রহাণে।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২২:২৫ key status

১০ ওভারে শেষে

৭৬ রান তুলে নিল কলকাতা। ফিরে গেলেন নীতীশ রানা।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২২:১১

আট ওভার শেষ

আট ওভারে কলকাতা তুলল ৫৯ রান। বেঙ্কটেশকে হারালেও রহাণে এবং রানা কলকাতাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২২:০৫

আউট বেঙ্কটেশ

বল করতে এলেন চেন্নাইয়ের বহু যুদ্ধের নায়ক ডিজে ব্র্যাভো। এসেই কলকাতার ওপেনিং জুটি ভেঙে দিলেন। ফিরিয়ে দিলেন বেঙ্কটেশকে। ১৬ বলে ১৬ রান করে আউট তিনি।

Advertisement
timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২২:০১

পাওয়ার প্লে শেষে

পাওয়ার প্লে-তে কলকাতা তুলল ৪৩ রান।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২১:৩৭

প্রথম ওভারে ৬ রান

চেন্নাই দলে নেই দীপক চাহার। তুষার দেশপান্ডেকে দিয়ে ওভার শুরু করালেন জাডেজা। ৬ রান দিলেন তিনি। চার মারলেন রহাণে।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২১:৩২

কলকাতার হয়ে ওপেন করছেন বেঙ্কটেশ

রহাণেকে সঙ্গে নিয়ে কলকাতার হয়ে ওপেন করছেন বেঙ্কটেশ।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২১:১৯ key status

জয়ের জন্য কলকাতার চাই ১৩২ রান

ধোনি-ধামাকা। ৩৮ বলে ৫০ করলেন ধোনি। সাতটি চার এবং একটি ছয় মারলেন তিনি।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২০:৫০ key status

১৫ ওভার শেষে

বড় শট নিতে ব্যর্থ ধোনি এবং জাডেজা। ১৫ ওভারে উঠল ৭৪ রান। 

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২০:২৯

শেল্ডনের স্টাম্পিং দেখে কার কথা মনে পড়ল সচিনের?

দুরন্ত স্টাম্প করেছেন শেল্ডন। ম্যাচ দেখতে বসে সচিনের মনে পড়ে গেল ধোনির কথা। এই মুহূর্তে ব্যাট করছেন ধোনি।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২০:২৮ key status

উইকেট পেলেন রাসেল

শিবম দুবেকে ফেরালেন রাসেল। ক্যাচ নিলেন নারাইন। ৩ রান করেছেন শিবম।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২০:২৫

১০ ওভার শেষে

চেন্নাই ৫৭ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২০:১৫ key status

রান আউট রায়ডূ

এ কী করলেন রায়ডূ! সেট হয়ে গিয়েও আউট হলেন তিনি। রান আউট হয়ে ফিরলেন রায়ডূ। ক্রিজে রয়েছে অধিনায়ক জাডেজা।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২০:১০ key status

চেন্নাইয়ের তৃতীয় উইকেট তুলে নিল কলকাতা

উইকেট পেলেন বরুণ। উথাপ্পাকে ফিরিয়ে দিলেন তিনি। ওয়াইড বলে স্টাম্প করলেন উইকেটরক্ষক শেল্ডন। ক্রিজের অনেক বাইরে বার হয়ে গিয়েছিলেন উথাপ্পা।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২০:০৬

পাওয়ার প্লে-তে পাল্লা ভারী কলকাতার

দুই উইকেট তুলে নিয়েছে কলকাতা। চেন্নাই তুলেছে মাত্র ৩৫ রান। কেকেআর বোলারদের দাপট ওয়াংখেড়েতে।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২০:০৫

অবাক কাণ্ড!

৫.৫ ওভারে বল করছিলেন বরুণ চক্রবর্তী। ব্যাট করছিলেন রায়ডু। বরুণের বল উইকেট নাড়িয়ে দিয়ে গেল। কিন্তু উইকেট পড়ল না। বল চারে চলে গেল।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ২০:০৩ key status

আউট কনওয়ে

কনওয়েকে ফেরালেন উমেশ। শ্রেয়স আয়ারের হাতে ক্যাচ দিলেন তিনি। ৩ রান করলেন কনওয়ে।

timer শেষ আপডেট: ২৬ মার্চ ২০২২ ১৯:৪৯

৩ ওভারে উঠল ১৬ রান

প্রথম তিন ওভারে ১ উইকেট হারিয়ে ১৬ রান তুলল চেন্নাই। ক্রিজে উথাপ্পা এবং ডেভন কনওয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement
Advertisement

Share this article

CLOSE