প্রথম ম্যাচে পঞ্জাবের কাছে হারলেও দ্বিতীয় ম্যাচে কলকাতাকে হারিয়ে দিল আরসিবি। বিরাট কোহলীর দল জিতল ৩ উইকেটে। প্রথমে ব্যাট করে কলকাতাকে ১২৮ রানে শেষ করে দেয় আরসিবি। তাদের হয়ে বোলিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসরঙ্গ। ৪ ওভার বল করে ২০ রানে ৪ উইকেট নিলেন তিনি। সঙ্গত কারণেই আইপিএলের আম্পায়ার, ম্যাচ রেফারিদের বিচারে সেরা ক্রিকেটার হলেন তিনি।
বুধবার কেকেআরের ইনিংসের মাঝামাঝি বোলিং করতে আসেন তিনি। সাড়ে আট কোটির হাসরঙ্গ শুরুতেই তুলে নেন কেকেআরের অধিনায়ক শ্রেয়স আয়ারকে। এর পর একে একে শ্রীলঙ্কার স্পিনারের ফাঁদে পা দিয়ে ফিরে যান সুনীল নারাইন, শেল্ডন জ্যাকসন এবং টিম সাউদি। কলকাতা পুরো ওভারও খেলতে পারেনি।