Advertisement
E-Paper

IPL 2022: অধিনায়কত্ব ছেড়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বিরাট কোহলী, মত রবি শাস্ত্রীর

প্রাক্তন ভারতীয় এই অলরাউন্ডার আরও বলেন, ‍‘‍‘আর কোহলির মাপের একজন ক্রিকেটার নেতা হলে জনতা মনে করেন, ভারত সব ম্যাচই জিতবে। কিন্তু তা কখনও সম্ভব নয়। এমনকি বিশ্বের সবার সেরা দলেরও খারাপ সময় যায়। তখন তাদেরও কোনও পরিকল্পনা কাজ না করায় চাপ বাড়ে।’’

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ মার্চ ২০২২ ০৭:৩৩
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সব ধরনের ক্রিকেট থেকে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে ঠিক সিদ্ধান্তই নিয়েছেন বিরাট কোহলি। এমনটাই মত প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রীর। তাঁর আশা আসন্ন আইপিএলে ফের বিধ্বংসী মেজাজে
খেলবেন বিরাট।

এক সময়ে শাস্ত্রীর প্রশিক্ষণেই ভারতের তিন ধরনের ক্রিকেট দল—টেস্ট, ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্রিকেটে দলনেতার দায়িত্ব সামলেছেন কোহলি। সেই শাস্ত্রী মনে করেন, টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব চালিয়ে যেতেই পারতেন। তাঁর অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে শাস্ত্রী বলছেন, ‍‘‍‘আমার মতে, কোহলির অধিনায়কত্ব ছাড়ার এই সিদ্ধান্ত ছদ্মবেশে আশীর্বাদের মতো ব্যাপার। অধিনায়কত্বের দায়িত্ব, প্রত্যাশার চাপ সামলে খেলা বেশ কঠিন ব্যাপার। সে কারণেই দায়িত্ব ছেড়ে এ বার পুরোদস্তুর খেলায় নিজের মনপ্রাণ ঢেলে দেবে কোহলি, এমনটাই ধারণা। আশা করছি, এই আইপিএল থেকে সেটাই দেখা যাবে।’’ যোগ করেছেন, ‍‘‍‘নেতৃত্বের দায়িত্ব ছেড়ে ঠিক কাজ করেছে কোহলি। আমার মতে, চাইলে ও লাল বলে টেস্ট দলের নেতা থেকে যেতেই পারত। তবে
সিদ্ধান্ত ওর ব্যক্তিগত।’’

উল্লেখ্য, গত বছর তাঁর আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের নেতৃত্ব থেকে সরে গিয়েছিলেন প্রতিযোগিতার পরে। দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজে ভারত ১-২ ছাড়ার পরে নেতৃত্বও ছেড়েছিলেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপের পরে টি-টোয়েন্টি দলের দায়িত্ব ছেড়ে দেন। তার পরে ওয়ান ডে দলের নেতৃত্ব থেকেও বোর্ড তাঁকে সরিয়ে দেয়।

শাস্ত্রীর কথায়, ‍‘‍‘বিরাটের খেলা নিয়ে চিন্তা থাকার কথাই নেই। কারণ বিশ্ব ক্রিকেটে গত কয়েক বছরে কোহলি নিজের মান বুঝিয়ে দিয়েছে। এ বার খেলাকে উপভোগের পালা বিরাটের। আমার মতে, এটাই ওর সাফল্যের চাবি। এ বার ব্যাট হাতে ২২ গজে দাঁড়িয়ে ও বলতে পারবে, আমি ব্যাটার হিসেবে কোনও বিশেষ জায়গা ছুঁতে চাই। তার জন্য নিজের সেরা খেলা উপহার দিয়ে বিষয়টা উপভোগ করতে চাই।’’ যোগ করেছেন, ‍‘‍‘টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি—এই তিন ধরনের ক্রিকেটে নেতৃত্ব প্রদান সহজ কাজ নয়। বিশেষ করে ভারতীয় ক্রিকেটে দলের নেতা দলে তাঁর কাজটা আরও কঠিন। কারণ কোটি কোটি প্রত্যাশার চাপ বিশ্বে সব চেয়ে বেশি সামলাতে হয় ভারতীয় ক্রিকেট অধিনায়ককেই। অন্য কোনও দলের অধিনায়ককে এই চাপ সামলাতে হয় না।’’

প্রাক্তন ভারতীয় এই অলরাউন্ডার আরও বলেন, ‍‘‍‘আর কোহলির মাপের একজন ক্রিকেটার নেতা হলে জনতা মনে করেন, ভারত সব ম্যাচই জিতবে। কিন্তু তা কখনও সম্ভব নয়। এমনকি বিশ্বের সবার সেরা দলেরও খারাপ সময় যায়। তখন তাদেরও কোনও পরিকল্পনা কাজ না করায় চাপ বাড়ে।’’

Ravi Shastri Virat Kohli RCB
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy