লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি ক্যাপিটালস হারতেই হোটেলে উৎসবে মাতলেন বিরাট কোহলী, ফ্যাফ ডুপ্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলরা। মধ্য রাতেই শুরু হয় নাচ, হুল্লোড়। কারণ আইপিএলের প্লে-অফ পর্বে পৌঁছতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ভরসা ছিল মুম্বই।
রোহিত শর্মাদের কাছে ঋষভ পন্থদের হার মানেই বিরাট কোহলীরদের ইডেনের টিকিট পাকা। তাই শনিবার দিল্লি-মুম্বই ম্যাচের শুরু থেকেই টেলিভিশনের সামনে বসেছিলেন বেঙ্গালুরুর ক্রিকেটাররা। ম্যাচের একটি বলও বাদ দেননি তাঁরা। কোহলীদের মধ্যে ছিল টান টান উত্তেজনা। ছিল উদ্বেগও। কী হয়, কী হয় আবহ।
দিল্লির জয় মানেই এ বারের মত আইপিএল অভিযান শেষ হয়ে যেত বেঙ্গালুরুর। ম্যাচ শুরুর আগেই মুম্বইকে সরাসরি সমর্থন করে বার্তা দেওয়া হয় বেঙ্গালুরুর পক্ষ থেকে। রোহিতদের সেরা ক্রিকেট খেলার জন্য শুভেচ্ছাও জানানো হয়।
দিল্লি হারতেই কোহলীরা আর তাই নিজেদের উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি। মাতেন উৎসবে। মধ্য রাতেই শুরু হয় নাচ-গান, হুল্লোড়। তাঁদের সেই উচ্ছ্বাসের ছবি নেট মাধ্যমে ভাগ করে নিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিটি। নিজের ফেসবুকে ছবি দিয়েছেন কোহলীও।
উচ্ছ্বাসের এই ছবি ফেসবুকে দিয়েছেন কোহলী। ছবি: ফেসবুক
ABSOLUTE SCENES! ❤️🥳🥳#PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #Playoffs #MIvDC pic.twitter.com/GLmIsbE5vQ
— Royal Challengers Bangalore (@RCBTweets) May 21, 2022
আরও পড়ুন:
আইপিএলের প্লে-অফ পর্বে আগেই পৌঁছে গিয়েছিল গুজরাত টাইটান্স, লখনউ সুপার জায়ান্টস এবং রাজস্থান রয়্যালস। চতুর্থ স্থানের জন্য লড়াই ছিল দিল্লি এবং বেঙ্গালুরুর মধ্যে।