Advertisement
১৪ অক্টোবর ২০২৪
Washington Sundar

IPL 2022: আনন্দবাজার অনলাইনের বিচারে চেন্নাই-হায়দরাবাদ ম্যাচের সেরা ওয়াশিংটন সুন্দর

বল হাতে শুরু রানই কম দেননি, গুরুত্বপূর্ণ সময়ে দু’টি উইকেট তুলে ম্যাচের মোড় ঘোরাতেও অবদান রেখেছেন।

ম্যাচের সেরা সুন্দর।

ম্যাচের সেরা সুন্দর। ছবি আইপিএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২২ ১৯:২৫
Share: Save:

বল হাতে শুরু রানই কম দেননি, গুরুত্বপূর্ণ সময়ে দু’টি উইকেট তুলে ম্যাচের মোড় ঘোরাতেও অবদান রেখেছেন। চেন্নাই সুপার কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে দুরন্ত বোলিংয়ের কারণে ওয়াশিংটন সুন্দরই আনন্দবাজার অনলাইনের বিচারে ম্যাচের সেরা।

টানা তিন ম্যাচ হেরে খেলতে নামা চেন্নাই সুপার কিংস শনিবার শুরুটা ভালই করেছিল। কিন্তু চতুর্থ ওভারে বল করতে এসে প্রথম বলেই ঝটকা দেন সুন্দর। ক্রিজে তখন ক্রমশ জমে উঠছিলেন রবিন উথাপ্পা। স্লগ-সুইপ করতে গিয়েছিলেন তিনি। কিন্তু টাইমিং ঠিক না হওয়ায় বল মিড-অনে উঠে যায়। এডেন মার্করাম দৌড়ে গিয়ে ক্যাচ নেন। সুন্দরের দ্বিতীয় উইকেট অম্বাতি রায়ডুর। ছয় মারতে গিয়েছিলেন রায়ডু। সেই মার্করামই ক্যাচ নেন।

চেন্নাইকে প্রথম ঝটকা যেমন দিয়েছেন, তেমনই তৃতীয় উইকেটে মইন আলি এবং রায়ডু যখন লম্বা জুটি গড়ার দিকে এগোচ্ছেন সেটিও ভেঙে দেন সুন্দর। সঙ্গত কারণেই তাঁকে ম্যাচের সেরা বেছে নিল আনন্দবাজার অনলাইন।

অন্য বিষয়গুলি:

Washington Sundar SRH CSK IPL 2022
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE