আইপিএলের শেষ দিকের খেলাগুলিতে দেখা যাচ্ছে লক্ষ্য কম থাকলেও সেই লক্ষ্যপূরণে সমস্যা হচ্ছে দলগুলির। চেন্নাই সুপার কিংসের করা ১৩৩ রান তাড়া করতে গিয়েও তিন উইকেট পড়ে যায় গুজরাত টাইটান্সের। কিন্তু এক দিকে টিকে ছিলেন ঋদ্ধিমান সাহা। অর্ধশতরান করেন তিনি। তাই ম্যাচে রেফারি ও আম্পায়ারদের বিচারে ম্যাচের সেরা ঋদ্ধি।
১৩৩ রান তাড়া করতে নেমে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন ঋদ্ধিমান। পাওয়ার প্লে কাজে লাগিয়ে দ্রুত রান করতে থাকেন তিনি। বড় শট খেলতে ভয় পাচ্ছিলেন না তিনি। ভাগ্যও অবশ্য তাঁকে সঙ্গ দেয়। শুভমন গিলের সঙ্গে অর্ধশতরানের জুটি বাঁধেন ঋদ্ধি। শুভমন, ওয়েড, হার্দিকরা আউট হয়ে গেলেও এক দিকে টিকে ছিলেন বাংলার উইকেটরক্ষক।