Advertisement
০২ মে ২০২৪
Sports News

উনাদকরের হ্যাটট্রিকে জয় পুণে সুপার জায়ান্টের

দুরন্ত উনাদকর। তাঁর বলেই দাপটেই হায়দরাবাদকে হারিয়ে দিল পুণে সুপার জায়ান্ট। নিজের নামের পাশে হ্যাটট্রিক তো লিখে নিলেনই সঙ্গে নিলেন পাঁচ উইকেট। টাইয়ের পর এই আইপিএল-এ দ্বিতীয় হ্যাটট্রিকটি করে ফেললেন তিনি। সঙ্গে ১২ রানে ম্যাচ জিতে নিল পুণে।

হ্যাটট্রিকের নায়ক উনাদকর। ছবি: এএফপি।

হ্যাটট্রিকের নায়ক উনাদকর। ছবি: এএফপি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৬ মে ২০১৭ ২০:১৫
Share: Save:

পুণে ১৪৮/৮ (২০ ওভার)

হায়দরাবাদ ১৩৬/৯ (২০ ওভার)

দুরন্ত উনাদকর। তাঁর বলেই দাপটেই হায়দরাবাদকে হারিয়ে দিল পুণে সুপার জায়ান্ট। নিজের নামের পাশে হ্যাটট্রিক তো লিখে নিলেনই সঙ্গে নিলেন পাঁচ উইকেট। টাইয়ের পর এই আইপিএল-এ দ্বিতীয় হ্যাটট্রিকটি করে ফেললেন তিনি। সঙ্গে ১২ রানে ম্যাচ জিতে নিল পুণে।

আরও খবর: ধোনিই প্রেরণা দক্ষিণ আফ্রিকান অ্যাথলিটের

পুণে শিবিরে উইকেটের উল্লাস। ছবি: পিটিআই।

জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ন’উইকেট হারিয়ে ১৩৬ রানই তুলতে সক্ষম হয় হায়দরাবাদ। উনাদকরের ৫ ও বেন স্টোকসের ৩ উইকেটের দাপটে দাঁড়াতেই পারেননি হায়দরাবাদের ব্যাটসম্যানরা। ডেভিড ওয়ার্নার একটা ভাল শুরু দিয়েছিলেন ঠিকই। ৪০ রান করে আউট হন তিনি। শিখর ধবন ১৯, কেন উইলিয়ামসন ৪ রান করে ফিরে যান। এর পর হাল ধরেন যুবরাজ সিংহ। তাঁর ব্যাট থেকে আসে ৪৭ রান। এর পর আর কেউই ১০ রানের গন্ডি পেড়তে পারেননি। এর পরের রান অনেকটা এরকম, ৪, ৯, ৮, ৩, ০, ০। শেষ ওভারে হায়দরাবাদের দরকার ছিল ১৩ রান। কিন্তু তখনই যেন ক্রিকেট ভগবান চেপে বসেছিল উনাদকরের বলে। তাঁর শেষ ওভারের প্রথম তিন বলে তিন উইকেটেই উড়ে গেল হায়দরাবাদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE