প্লে-অফে ওঠা চারটে টিম নিয়ে প্রথমেই একটা কথা বলে দিই। সেরা চারটে টিমই কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে আছে।
যে দু’টো দল গত বার ঝড় তুলেছিল, সেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত লায়ন্স এ বার আগেই ছিটকে গেল। এ বছরটা সত্যিই ওদের খারাপ কাটল। শুরু থেকেই ওরা ছন্দ হারিয়ে ফেলে।
গত বারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ নিজেদের ভাগ্যবান মনে করতে পারে আরসিবি-র সঙ্গে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওই একটা পয়েন্ট পাওয়ার জন্য। সানরাইজার্স টিমটাকে টেনে নিয়ে যাচ্ছে ডেভিড ওয়ার্নার। ও যখন খেলছে, একাই দলকে জিতিয়ে দিচ্ছে। ওদের দলে অভিজ্ঞ আর তরুণ প্রতিভার মিশ্রণটা বেশ ভাল। এক দিকে যুবরাজ সিংহ, শিখর ধবন, কেন্ উইলিয়ামসনের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানরা আছে। অন্য দিকে তরুণ বিজয় শঙ্করের মতো ক্রিকেটার।