ফের বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। বাকি আইপিএলে তারা পাচ্ছে না অজিঙ্ক রহাণেকে। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য তিনি বাকি আইপিএল থেকে ছিটকে গেলেন। আইপিএলের পরে ভারতীয় দলের ইংল্যান্ড সফর থেকেও সম্ভবত ছিটকে যাচ্ছেন তিনি।
রহাণে খুব শিঘ্রই বায়ো বাবল থেকে বেরিয়ে আসবেন। তাঁর গ্রেড ৩ হ্যামস্ট্রিং চোট রয়েছে। আইপিএল-এ লিগ পর্বে কলকাতার একটি ম্যাচ বাকি রয়েছে। সেই ম্যাচে জিতলে কলকাতা প্লে-অফে যেতে পারে। কোনও ম্যাচই খেলতে পারবেন না রহাণে।