বেন স্টোকস নেই তো কী হয়েছে, মহেন্দ্র সিংহ ধোনি তো আছেন। মঙ্গলবার ওয়াংখেড়ের স্লো পিচে একটা সময় মনে হচ্ছিল, রাইজিং পুণে সুপারজায়ান্ট দেড়শো রানও তুলতে পারবে না। কিন্তু ছবিটা বদলে দিলেন ধোনি। বাংলার মনোজ তিওয়ারিকে সঙ্গে নিয়ে। একই সঙ্গে আইপিএল ফাইনালে তুলে দিলেন পুণেকে।
ধোনি-মনোজের দাপটে পুণে করেছিল ১৬২-৪। জবাবে মুম্বই থেমে গেল ১৪২-৯।
টস হেরে ব্যাট করতে নেমেছিল পুণে। প্রথম ১৭ ওভারে দাপট ছিল মুম্বই ইন্ডিয়ান্স বোলারদের। কিন্তু শেষ দিকে দেখা গেল সেই পরিচিত ছবি। ওয়াংখেড়েতে ধোনির শাসন। যে মাঠে তিনি বিশ্বকাপ দিয়েছিলেন দেশকে, সেই মাঠেই ফাইনালে তুললেন তাঁর আইপিএল টিমকে। শোনা গেল সেই পরিচিত আওয়াজও— ‘মাহি মার রাহা হ্যায়’। মিচেল ম্যাকক্লেনাঘান আর জসপ্রীত বুমরার করা শেষ দু’ ওভারে উঠল ৪১ রান। ধোনি করে গেলেন ২৬ বলে ৪০। একটাও বাউন্ডারি মারেননি, কিন্তু ইনিংসে ছিল পাঁচটা ছয়। সঙ্গী মনোজ করলেন ৪৮ বলে ৫৮। চারটে বাউন্ডারি, দু’টো ওভারবাউন্ডারি।