মুম্বই এখন যে কোনও অতিথি দলের কাছেই যন্ত্রণার জায়গা হয়ে গিয়েছে। এটা যেন লেপার্ডের খাঁচার ভিতরে ঢোকা। যেখানে প্রবেশ করার আগে চিড়িয়াখানার কর্মী আপনাকে সতর্ক করে দেবে, আপনি ভিতরে যেতে পারেন, কিন্তু বেরিয়ে আসতে পারবেন না। এ যেন কুমির ভর্তি নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা। এ যেন বাজপাখির সামনে থেকে মাংসের টুকরো তুলে নেওয়ার দুঃসাহস। ওয়াংখেড়ে হল সেই বুবি ট্র্যাপ, যে ফাঁদে পা দিলে আপনাকে ভুগতেই হবে।
আজ, সোমবার যখন মুম্বইয়ের বিরুদ্ধে ওয়াংখেড়ে-তে নামবে পুণে, ওদের ক্রিকেটাররাও চাপে পড়ে যাবে। তা যতই ওদের টিমে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান (স্টিভ স্মিথ), অন্যতম সেরা অলরাউন্ডার (বেন স্টোকস) এবং ফিনিশার (মহেন্দ্র সিংহ ধোনি) থাকুক না কেন। এই তিন জন মিলে পুরো সময়টা ব্যাট বা বল করতে পারবে না। বাকিরা কিন্তু চাপের সামনে ভেঙে পড়বে।
পুণের কাছে মুম্বই কেন বিশেষ অতিথিবৎসল জায়গা হবে না, তার কয়েকটা কারণ আছে। দিন পনেরো আগে এই পুণের কাছে এ বারের আইপিএলে একমাত্র ম্যাচটা হেরেছে মুম্বই। সেটা যে নিছকই দুর্ঘটনা ছিল, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য মরিয়া থাকবে মুম্বই। ওরা বুঝিয়ে দিতে চাইবে, কেন ওরা ১৫ ওভারে দু’শো তুলে দিতে পারে বা ১৪১ রান করেও ম্যাচ জিততে পারে। কেন ওদের বিরুদ্ধে হ্যাটট্রিক করেও ম্যাচ জেতা যায় না।