তাঁর ফেক অ্যাকাউন্ট থেকে তাঁর পছন্দের আইপিএল দল বলে মিথ্যে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি প্রায় সব সামনের সারির সংবাদমাধ্যমেই খবরটি প্রচারিত হয়। আমরাও খবরটি করেছিলাম। কিন্তু সৌরভ জানিয়েছেন, যে টুইটার অ্যাকাউন্ট থেকে এটা প্রচার করা হয়েছে সেটি আদৌ তাঁর নয়। তাঁর নাম, ছবি ব্যবহার করে এটি একটি ভুয়ো অ্যাকাউন্ট।
কী ছিল সেই খবর দেখে নিন-
সৌরভ গঙ্গোপাধ্যায়ের আইপিএল ২০১৭-র স্বপ্নের দলে যে ক্যাপ্টেন কুলের জায়গা হবে না সে ইঙ্গিত আগেই দিয়ে রেখেছিলেন তিনি। তা বলে স্টিভ স্মিথ? স্পষ্ট বক্তা সৌরভ কোনও রাখঢাক না করেই ক’দিন আগে জানিয়ে দিয়েছিলেন তাঁর মত। ধোনি ওয়ান ডে গ্রেট, কিন্তু টি২০-র সেরাদের মধ্যে তাঁকে রাখা মুশকিল। ব্যাখ্যাও দিয়েছিলেন তাঁর বক্তব্যের স্বপক্ষে। সেই সময় তিনি বলেছিলেন, ‘‘আমি নিশ্চিত নই ধোনি কতটা ভাল টি২০ প্লেয়ার। ও চ্যাম্পিয়ন ওডিআই প্লেয়ার। কিন্তু যখন টি২০র কথা আসে তখন গত ১০ বছরে ও মাত্র একটিই হাফ সেঞ্চুরি করতে পেরেছে। যেটা সেরাদের রেকর্ড নয়।’’ শুধু তাই নয় সৌরভের এই দলে ধোনি জায়গা না পেলেও, জায়গা করে নিয়েছেন পুণে অধিনায়ক স্টিভ স্মিথ। ধোনিকে সরিয়ে এ বার যাঁর হাতে তুলে দেওয়া হয়েছে পুণে দলের দায়িত্ব। সৌরভের এই নির্বাচনটাও বেশ তাৎপর্যপূর্ণ। যেন ঘুরিয়ে সমর্থনই করলেন পুণে ফ্র্যাঞ্চাইজির সিদ্ধান্তকে।