Advertisement
২৫ এপ্রিল ২০২৪
IPL 2022

IPL 2022: রাসেল থেকে ব্র্যাভো, ক্যারিবীয় ক্রিকেটারদের চুলের রঙে রঙিন এ বারের আইপিএল

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মাঠের বাইরের মতো মাঠের মধ্যেও সমান রঙিন। তাঁদের খেলার ধরন, উল্লাসের ভঙ্গি বাকিদের থেকে আলাদা।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ০৯:৩৯
Share: Save:
০১ ১৩
ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মাঠের বাইরের মতো মাঠের ভিতরেও সমান রঙিন। তাঁদের খেলার ধরন, উল্লাসের ভঙ্গি বাকিদের থেকে আলাদা। এ বারের আইপিএলেও দেখা যাচ্ছে সেই ছবি। বাড়তি সংযোজন ক্যারিবীয় তারকাদের চুলের রঙ। সেই রঙে আরও রঙিন হয়ে উঠেছে আইপিএল।

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা মাঠের বাইরের মতো মাঠের ভিতরেও সমান রঙিন। তাঁদের খেলার ধরন, উল্লাসের ভঙ্গি বাকিদের থেকে আলাদা। এ বারের আইপিএলেও দেখা যাচ্ছে সেই ছবি। বাড়তি সংযোজন ক্যারিবীয় তারকাদের চুলের রঙ। সেই রঙে আরও রঙিন হয়ে উঠেছে আইপিএল।

০২ ১৩
এ বারের আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ জন ক্রিকেটার চুলে রঙ করিয়েছেন। তাঁরা যে দলের হয়ে খেলছেন সেই দলের জার্সির রঙে রাঙিয়েছেন নিজেদের চুল।

এ বারের আইপিএলে ওয়েস্ট ইন্ডিজের পাঁচ জন ক্রিকেটার চুলে রঙ করিয়েছেন। তাঁরা যে দলের হয়ে খেলছেন সেই দলের জার্সির রঙে রাঙিয়েছেন নিজেদের চুল।

০৩ ১৩
চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ দিন ধরে খেলছেন ডোয়েন ব্র্যাভো। এ বার তাঁর চেহারায় বিশেষ পরিবর্তন হয়েছে। চেন্নাইয়ের হলুদ জার্সির মতো চুলের রঙও হলুদ করিয়েছেন তিনি।

চেন্নাই সুপার কিংসের হয়ে দীর্ঘ দিন ধরে খেলছেন ডোয়েন ব্র্যাভো। এ বার তাঁর চেহারায় বিশেষ পরিবর্তন হয়েছে। চেন্নাইয়ের হলুদ জার্সির মতো চুলের রঙও হলুদ করিয়েছেন তিনি।

০৪ ১৩
চেন্নাইয়ের হয়ে প্রতি ম্যাচেই নজর কেড়েছেন ব্র্যাভো। লাসিথ মালিঙ্গাকে টপকে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি।

চেন্নাইয়ের হয়ে প্রতি ম্যাচেই নজর কেড়েছেন ব্র্যাভো। লাসিথ মালিঙ্গাকে টপকে আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন তিনি।

০৫ ১৩
কলকাতার হয়ে দীর্ঘ দিন ধরে খেলছেন আন্দ্রে রাসেল। এর আগেও তাঁর চুলে বাহারি রঙ দেখা গিয়েছে। শুধু রঙ নয়, চুলের নতুন নতুন ছাঁটেও সবার নজর কাড়েন রাসেল।

কলকাতার হয়ে দীর্ঘ দিন ধরে খেলছেন আন্দ্রে রাসেল। এর আগেও তাঁর চুলে বাহারি রঙ দেখা গিয়েছে। শুধু রঙ নয়, চুলের নতুন নতুন ছাঁটেও সবার নজর কাড়েন রাসেল।

০৬ ১৩
এ বার রাসেলের চুলের রঙ বেগুনি। কলকাতা নাইট রাইডার্সের বেগুনি জার্সির রঙ দেখা যাচ্ছে রাসেলের চুলে। শুধু রঙ নয়, রাসেলের ব্যাটেও চার-ছক্কার ফুলঝুরি দেখা যাচ্ছে।

এ বার রাসেলের চুলের রঙ বেগুনি। কলকাতা নাইট রাইডার্সের বেগুনি জার্সির রঙ দেখা যাচ্ছে রাসেলের চুলে। শুধু রঙ নয়, রাসেলের ব্যাটেও চার-ছক্কার ফুলঝুরি দেখা যাচ্ছে।

০৭ ১৩
নিজের ব্যাটিংয়ের মতোই রঙিন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমেয়ার। বিভিন্ন দলের খেলেছেন হেটমায়ের। এ বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন তিনি। ব্যাট হাতে ভাল ছন্দে রয়েছেন হেটমেয়ার।

নিজের ব্যাটিংয়ের মতোই রঙিন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শিমরন হেটমেয়ার। বিভিন্ন দলের খেলেছেন হেটমায়ের। এ বছর রাজস্থান রয়্যালসের হয়ে খেলছেন তিনি। ব্যাট হাতে ভাল ছন্দে রয়েছেন হেটমেয়ার।

০৮ ১৩
রাজস্থানের গোলাপি রঙে নিজের চুলকে রাঙিয়েছেন হেটমেয়ার। গোলাপি জার্সির সঙ্গে চুলের গোলাপি রঙে তাঁকে মানিয়েছে বেশ।

রাজস্থানের গোলাপি রঙে নিজের চুলকে রাঙিয়েছেন হেটমেয়ার। গোলাপি জার্সির সঙ্গে চুলের গোলাপি রঙে তাঁকে মানিয়েছে বেশ।

০৯ ১৩
নিকোলাস পুরানও আইপিএলের পরিচিত মুখ। বেশ কয়েক বছর পঞ্জাব কিংসের হয়ে খেলার পরে এ বার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন পুরান।

নিকোলাস পুরানও আইপিএলের পরিচিত মুখ। বেশ কয়েক বছর পঞ্জাব কিংসের হয়ে খেলার পরে এ বার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন পুরান।

১০ ১৩
এ বার চুলে রঙ করিয়েছেন পুরানও। হায়দরাবাদের কমলা জার্সির রঙ দেখা গিয়েছে তাঁর চুলে।

এ বার চুলে রঙ করিয়েছেন পুরানও। হায়দরাবাদের কমলা জার্সির রঙ দেখা গিয়েছে তাঁর চুলে।

১১ ১৩
ফ্যাবিয়েন অ্যালেন খুব একটা বেশি আইপিএল না খেললেও এ বার মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে তাঁকে। মুম্বইয়ের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিষেক হয়েছে অ্যালেনের।

ফ্যাবিয়েন অ্যালেন খুব একটা বেশি আইপিএল না খেললেও এ বার মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে তাঁকে। মুম্বইয়ের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অভিষেক হয়েছে অ্যালেনের।

১২ ১৩
চুলের রঙে পিছিয়ে নেই অ্যালেনও। মুম্বইয়ের জার্সির মতো চুলের রঙও নীল করিয়েছেন তিনি।

চুলের রঙে পিছিয়ে নেই অ্যালেনও। মুম্বইয়ের জার্সির মতো চুলের রঙও নীল করিয়েছেন তিনি।

১৩ ১৩
তবে অনেক ক্যারিবীয় তারকা রয়েছেন যাঁরা এই কাজ করেননি। কায়রন পোলার্ড, সুনীল নারাইন, ওডিন স্মিথ, জেসন হোল্ডারদের চুলে কোনও রঙ দেখা যায়নি।

তবে অনেক ক্যারিবীয় তারকা রয়েছেন যাঁরা এই কাজ করেননি। কায়রন পোলার্ড, সুনীল নারাইন, ওডিন স্মিথ, জেসন হোল্ডারদের চুলে কোনও রঙ দেখা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE