Advertisement
০২ ডিসেম্বর ২০২৩

জিতেও হারলেন গব্বরের কাছে

শুধু ব্যাট হাতেই নয়, নতুন হেয়ারস্টাইলেও আইপিএল দশের উদ্বোধনী ম্যাচ মাতিয়ে দিলেন যুবরাজ সিংহ। ব্যাট হাতে এ দিন আরসিবি-র বিরুদ্ধে ২৭ বলে ৬২ রান করলেন বিধ্বংসী যুবরাজ।

নতুন: এই সেই যুবি চুলের ছাঁট। যা নিয়ে আলোড়ন। বিসিসিআই

নতুন: এই সেই যুবি চুলের ছাঁট। যা নিয়ে আলোড়ন। বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৭ ০৪:২২
Share: Save:

শুধু ব্যাট হাতেই নয়, নতুন হেয়ারস্টাইলেও আইপিএল দশের উদ্বোধনী ম্যাচ মাতিয়ে দিলেন যুবরাজ সিংহ।

ব্যাট হাতে এ দিন আরসিবি-র বিরুদ্ধে ২৭ বলে ৬২ রান করলেন বিধ্বংসী যুবরাজ। সাতটা চার ও তিনটে ছয় হাঁকালেন দাপটের সঙ্গে। নতুন ‘লুক’-এর যুবরাজের ব্যাটিংয়ের চেয়েও অবশ্য এ দিন আকর্ষণীয় হয়ে ওঠে তাঁর নতুন হেয়ারস্টাইল। যা নিয়ে তিনি বুধবার ম্যাচের পর বলেন, ‘‘প্রতি বছরই আইপিএলে নতুন কিছু না কিছু নিয়ে আসি। এ বার এই হেয়ারস্টাইলটাই নতুন। আশা করি এ বারের আইপিএলে এটাই আমাকে সৌভাগ্য ফিরিয়ে এনে দেবে।’’ যার ইঙ্গিত অবশ্য এ দিনই নিজের পারফরম্যান্সে দিয়ে রাখলেন যুবি। বললেন, ‘‘আত্মবিশ্বাসটাই আসল কথা। এই আত্মবিশ্বাসই আমাকে বারবার নিজের আসল জায়গায় ফিরিয়ে আনে।’’ প্রস্তুতির পিছনে নিজের পরিশ্রমের কথাও বলেন যুবরাজ। বলেন, ‘‘নেটে অনেক বেশি সময় দিই এখন। শর্ট বল, স্লো বলে আরও বেশি প্র্যাকটিস করছি। আজ একবার সৌভাগ্যক্রমে আমার ক্যাচ পড়েছে ঠিকই। কিন্তু আজকের ইনিংসে শর্ট বলে স্বচ্ছন্দেই খেলেছি।’’

আইপিএলের ঠিক আগে শিখর ধবনকে এপ্রিল ফুল করার ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। খুনসুটি লেগেই থাকে দু’জনের। বুধবারও ছাড়েননি ধবনকে। যুবি বলেন, ‘‘গব্বর তো হায়দরাবাদে খুব জনপ্রিয়। আমি দ্বিতীয় স্থানেই খুশি।’’

আরও পড়ুন: মহারাজকীয় ব্যাটিং ঝড়ে আইপিএল শুরু যুবরাজের

সানরাইজার্স ক্যাপ্টেন ডেভিড ওয়ার্নার আবার ম্যাচের পরে যুবরাজের প্রশংসা করে বললেন, ‘‘দুর্দান্ত খেলেছে যুবি। এ মরসুমে যুবি খুব ধারাবাহিক। ধবনও খুব খাটছে। আগের দিনই ওর সঙ্গে কথা হয়েছে আমার। ও বলল ভাল টাচে আছে।’’

উদ্বোধনি ম্যাচেই আবার আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খানের অভিষেক হল। চার ওভারে ছত্রিশ রান দিয়ে যিনি এ দিন দু’উইকেটও তুলে নিলেন। ওয়ার্নার খুব খুশি রশিদের পারফরম্যান্সে। ‘‘দুর্দান্ত বোলার রশিদ। খুব প্রতিভাবান। আফগানিস্তান ক্রিকেটের জন্য যেটা দারুণ ব্যাপার।’’

আর বিপক্ষ অধিনায়ক? বিরাট কোহালির দলের অস্থায়ী ক্যাপ্টেন শেন ওয়াটসন প্রথম ম্যাচে হারের পরে স্বীকারই করে নিলেন তারা সব বিভাগেই ম্যাচে পাল্লা দিতে পারেননি, ‘‘সানরাইজার্স প্রায় একই দল নিয়ে নেমেছিল। আমরা এখনও দলে সেরা কম্বিনেশনের খোঁজে আছি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE