২০১১ সালে ঘরের মাঠে বিশ্বকাপ জিতেছিল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। কিন্তু সেই দলে ছিলেন না রোহিত শর্মা। সেই ধাক্কা মুম্বইকরের কাছে আশীর্বাদ হয়ে দেখা দিয়েছিল বলে মনে করছেন ইরফান পাঠান।
প্রাক্তন অলরাউন্ডার এখন ধারাভাষ্যকার হিসেবে জনপ্রিয়। এক চ্যানেলে তিনি বলেছেন, “ঘরের মাঠে বিশ্বকাপে খেলতে পারেনি রোহিত। তার পর দারুণ ভাবে ও ফিরে এসেছিল। আসলে ২০১২ সালের পর মানসিক ভাবে ও অনেক শক্ত হয়ে উঠেছিল।”
রোহিত শর্মা সম্পর্কে একটা ভুল ধারণা ভাঙাতে চেয়েছেন ইউসুফ পাঠানের ভাই। ইরফান বলেছেন, “একটা বল খেলার জন্য রোহিত অনেক সময় পায়। রিল্যাক্সড থাকে ও। এটাতে অনেকেই ওর সম্পর্কে ভুল ধারণা গড়ে তোলে। বলা হয়, কঠোর পরিশ্রম করতে হবে। এটা ওয়াসিম জাফর সম্পর্কেও বলা হত। ও রান নিত খুব রিল্যাক্সড ভঙ্গিতে। ব্যাট করার সময় মনে হত প্রচুর সময় পাচ্ছে। আমরা তখন ভাবতে বসে যেতাম যে কেন জাফর আরও খাটাখাটনি করছে না। যদিও বাস্তব হল, ও কিন্তু কঠোর পরিশ্রমই করছিল।”