Advertisement
E-Paper

ইপিএল দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ প্রথম কোনও আইএসএল দলের

এই প্রথম। ইন্ডিয়ান সুপার লিগ দলের ইতিহাসে কোনও দল অনুশীলন ম্যাচ খেলে ফেলল ইংলিশ প্রিমিয়র লিগ দলের সঙ্গে। ফলও বেশ চোখ ধাঁধানো। মাত্র ০-১ গোলে হারের মুখ দেখতে হলে দিল্লি ডায়নামোসকে। এই মুহূর্তে আইএসএল-এর প্রস্তুতি শিবির সারতে বার্মিংহ্যামে রয়েছে দিল্লি ডায়নামোস।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৬ ২২:৩৫
ওয়েস্ট ব্রমউইচ বনাম দিল্লি ডায়নামোস ম্যাচ। ছবি: দিল্লি ডায়নামোস ফেসবুক।

ওয়েস্ট ব্রমউইচ বনাম দিল্লি ডায়নামোস ম্যাচ। ছবি: দিল্লি ডায়নামোস ফেসবুক।

এই প্রথম। ইন্ডিয়ান সুপার লিগ দলের ইতিহাসে কোনও দল অনুশীলন ম্যাচ খেলে ফেলল ইংলিশ প্রিমিয়র লিগ দলের সঙ্গে। ফলও বেশ চোখ ধাঁধানো। মাত্র ০-১ গোলে হারের মুখ দেখতে হলে দিল্লি ডায়নামোসকে। এই মুহূর্তে আইএসএল-এর প্রস্তুতি শিবির সারতে বার্মিংহ্যামে রয়েছে দিল্লি ডায়নামোস। সেই প্রস্তুতি শিবিরেরই অংশ ছিল এই ম্যাচ।

ইংল্যান্ডে অনুশীলনে দিল্লি ডায়নামোস।

রবিবার ওয়েস্ট ব্রমউইটের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে খেলে যেন নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে নিল দিল্লির দল। দিল্লিকে সমর্থন করতে হথ্রনস স্টেডিয়ামে উপস্থিত ছিলেন অনেক এশিয়ান। ওয়েস্ট ব্রমউইচ তাদের প্রথম দলকেই প্রায় নামিয়েছিল মাঠে। সেই তালিকায় ছিলেন মহম্মদ সিসোকো, ক্রেগ ডওসন, জোনাস অলসন, রহিস নবির মতো প্লেয়াররা। বেশ কয়েকজন প্লেয়ারের অভিষেকও হল ওয়েস্ট ব্রমউইচের হয়ে। দিল্লি ডায়নামোসের হয়েও মাঠে নেমে পড়লেন রুবেন গনজালেজ ও সমীর নবি। দিল্লির হেড কোচ জামব্রোতা বলেন, ‘‘খুব ভাল প্রি-সিজন হচ্ছে। দলের মধ্যেও খুব ভাল বোঝাপড়া তৈরি হচ্ছে। অনেকে অবশ্য পুরোটা থাকতে পারেনি। তারাও যথেষ্ট ভাল বোঝাপড়া দেখিয়েছে। পুরো দল নিজেদের সেরাটা দিয়েছে। বিশেষ করে ডিফেন্ডাররা। আমি খুশি।’’

শুরুতেই ন’মিনিটের মাথায় গোলের সুযোগ এসে গিয়েছিল দিল্লির সামনেই। কিন্তু গোল আসেনি। প্রথমার্ধ গোলশূন্য রাখতে সক্ষম হলেও ৬৪ মিনিটে গোল হজম করে বসে দিল্লি।

আরও খবর

একটা জয় দিয়ে কিছু হবে না: কনস্টানটাইন

Delhi Dynamos West Brom EPL
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy