Advertisement
১২ নভেম্বর ২০২৪

ঘরের মাঠে আটকে গেল চেন্নাইয়িন

উৎসব:  গোল করে ওড়িশার হার বাঁচালেন সান্তানা। আইএসএল

উৎসব: গোল করে ওড়িশার হার বাঁচালেন সান্তানা। আইএসএল

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৯ ০৪:১০
Share: Save:

দু’দুবার এগিয়ে গিয়েও রক্ষণের দোষে জয় অধরা থেকে গেল চেন্নাইয়িন এফ সি-র। বৃহস্পতিবার ঘরের মাঠে হাড্ডাহাড্ডি ম্যাচে জন গ্রেগরির দল পয়েন্ট নষ্ট করে লিগ টেবলে নেমে গেল আটে। তাদের লিথুয়ানিয়ার স্ট্রাইকার নেরুযুস ভালস্কিসের জোড়া গোল কোনও কাজেই লাগল না।

দু’বারের আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়িনের এ বারের শুরুটা একেবারেই ভাল হয়নি। পরপর চার ম্যাচে জয় অধরা থাকার পর নাটকীয় ভাবে অতিরিক্ত সময়ের গোলে হায়দরবাদকে হারিয়েছিল অভিষেক বচ্চনের ক্লাব। সেটা ধরে রাখতেই এ দিন শুরু থেকে ঝাঁপিয়েছিল চেন্নাইয়িন। বিরতি পর্যন্ত ম্যাচ গোলশূন্য থাকার পর খেলা শুরু হতেই এগিয়ে যায় তারা। দুর্দান্ত গোল করেন ভালস্কিস। কিন্তু তিন মিনিটের মধ্যেই ওড়িশা সমতায় ফেরে স্প্যানিশ মিডিয়ো জ়িসকো হেমান্ডেসের গোলে। ১-১ হওয়ার পর ফের গোল করে দলকে এগিয়ে দেন চেন্নাইয়ের ভালস্কিস। ২-১ অবস্থায় দমে না গিয়ে ২-২ করেন জোসেফ গাম্বোর দলের স্প্যানিশ স্ট্রাইকার আরিন্দানে সান্তানা।

অন্য বিষয়গুলি:

Football ISL 2019 Chennaiyin FC Odisha FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE