ডার্বি ম্যাচের যন্ত্রণা অতীত। এটিকে-মোহনবাগানের কাছে হারের স্মৃতি মুছে ফেলেই মঙ্গলবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে নামছে এসসি ইস্টবেঙ্গল। গত বারের চ্যাম্পিয়নদের কাছে প্রথম ম্যাচে হারলেও তা বলবন্তদের আত্মবিশ্বাস কেড়ে নিচ্ছে না। বরং হাবাসের দলের বিরুদ্ধে ম্যাচ থেকে অনেক ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন কোচ রবি ফাওলার। আর তার ফলে মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে অন্য এক ইস্টবেঙ্গলকে দেখা গেলেও যেতে পারে বলে মনে করছে ফুটবলমহল।
এ বার অনেক দেরিতে অনুশীলন শুরু করেছে ইস্টবেঙ্গল। ফলে আইএসএল ফাওলারের জন্য কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠছে। অভিজ্ঞ, ভাল প্লেয়ার দলে থাকলেও, তাঁদেরকে এক সুতোয় বেঁধে ফেলতে এখনও বেশ খানিকটা সময় লাগবে তাঁর। একটা দল হয়ে মাঠে পারফর্ম করতে হলে বেশ কয়েকটা ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে।
মঙ্গলবার সামনে মুম্বই। তাদের কোচ সের্জিও লোবেরা। যিনি গত বার ছিলেন এফসি গোয়াতে। এ বার মুম্বই সিটির দায়িত্ব নিয়েছেন। গোয়া থেকে বেশ কয়েকজনকে মুম্বইয়ে এনেওছেন তিনি। যদিও ইস্টবেঙ্গলের মতো টু্র্নামেন্টের প্রথম ম্যাচেই হার মেনেছে মুম্বই। তার পর দ্বিতীয় ম্যাচ জিতে ছন্দ ফিরে পেয়েছে লোবেরার দল।