রবিবার ছিল এ বারের ইন্ডিয়ান সুপার লিগে প্রথম জোড়া ম্যাচ। কিন্তু, কোনও ম্যাচেরই ফয়সালা হল না। বিকেলের ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে ২-২ ড্র করল ওডিশা। আর সন্ধের ম্যাচে চেন্নাইয়িন ও কেরল ব্লাস্টার্সের খেলা গোলশূন্য ভাবে শেষ হল।
গোয়ার ব্যাম্বোলিমে চেন্নাইয়িন ও কেরলের ম্যাচ চিহ্নিত হচ্ছিল দক্ষিণের ডার্বি হিসেবে। শুরুতে অনেক বেশি আক্রমণাত্মক দেখাচ্ছিল চেন্নাইয়িনকে। কিন্তু কিবু ভিকুনার কেরল ব্লাস্টার্স প্রথমার্ধের মাঝামাঝি সময় থেকে ঘুরে দাঁড়িয়েছিল। তবে গোলমুখ খোলা যায়নি।
দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে পেনাল্টি পেয়েছিল চেন্নাইয়িন। কিন্তু সিলভেস্ত্রের শট বাঁ দিকে ঝাঁপিয়ে আটকে দেন কেরল গোলরক্ষক আলবিনো গোমেজ। তিনিই ম্যাচের সেরা হন। ড্রয়ের ফলে ৩ ম্যাচে কেরলের হল ২ পয়েন্ট। কিন্তু এখনও জয়ের মুখ দেখল না কিবুর দল।