গোয়া ও নর্থইস্ট ইউনাইটেডের খেলা ১-১ গোলে শেষ হল। তার ফলে ৩ ম্যাচ থেকে ৫ পয়েন্ট পেয়ে লিগ টেবলের দ্বিতীয় স্থানে নর্থইস্ট। অন্য দিকে ২ ম্যাচ থেকে ৬ পয়েন্ট পেয়ে শীর্ষে আন্তোনিয়ো লোপেজ হাবাসের এটিকে-মোহনবাগান। এফসি গোয়া অনেকটাই পিছিয়ে। ৭ নম্বরে রয়েছে তারা। এখনও পর্যন্ত জয় অধরা গোয়ার।
সোমবার ম্যাচের বেশিরভাগ সময় বল নিয়ন্ত্রণে ছিল এফসি গোয়ার। কিন্তু বল নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও গোল করে ম্যাচ জিততে পারেনি গোয়া। অন্য দিকে এগিয়ে গিয়েও নর্থইস্ট ম্যাচের রাশ নিজেদের হাতে রাখতে পারেনি।
খেলার ৪০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে নর্থইস্ট ইউনাইটেডকে এগিয়ে দেন সাইলা। এ বারের টুর্নামেন্টে দেখা যাচ্ছে গোয়ার ডিফেন্ডাররা মোক্ষম সময়ে ভুল করে ফেলছেন। তার ফলে অ্যাডভান্টেজ পাচ্ছে বিপক্ষ দল। এ দিন সাইলাকে নিজেদের পেনাল্টি বক্সের ভিতরে ফেলে দেন গোয়ার ডিফেন্ডার ইভান গনজালেজ। রেফারি পেনাল্টি দেন নর্থইস্টকে। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন সাইলা। এর ঠিক পাঁচ মিনিটের মধ্যেই সমতা ফেরায় গোয়া।