Advertisement
২৬ মে ২০২৪
Sourav Ganguly

আইএসএল-ই পারে ফুটবলকে ক্রিকেটের মতো জনপ্রিয়তা দিতে: সৌরভ

সৌরভের আশা, আইএসএলের দেখাদেখি অন্য খেলাগুলোও দ্রুত শুরু হবে।

আইএসএল ট্রফি নিয়ে সৌরভ। ছবি: আইএসএল

আইএসএল ট্রফি নিয়ে সৌরভ। ছবি: আইএসএল

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ১৯:১৪
Share: Save:

শুক্রবার থেকে শুরু আইএসএল। প্রথম ম্যাচে মুখোমুখি এটিকে-মোহনবাগান এবং কেরল ব্লাস্টার্স। বিসিসিআই প্রধান হিসেবে সফল ভাবে আইপিএল আয়োজন করে ক্রিকেটজগতের প্রশংসা আদায় করে নিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইএসএলে তিনি আবার এটিকে-মোহনবাগানের অন্যতম কর্ণধার। মেগা ফুটবল টুর্নামেন্টের বল গড়ানোর আগে সৌরভ বুঝিয়ে দিলেন অন্যদের মতোই তিনিও আইএসএল নিয়ে দারুণ উত্তেজিত।

আইএসএলের সোশ্যাল মিডিয়ায় এক ভিডিয়ো প্রকাশিত হয় বৃহস্পতিবার। সেখানে সৌরভ বলেন, “কলকাতায় জন্মেছি তাই ফুটবল খেলাটাই অনেক আগে দেখেছি। আইএসএল শুরু হতে চলায় দারুণ লাগছে। নিজের দল খেলছে বলে অনেক আপন মনে হয়। ৩ বারের চ্যাম্পিয়ন আমরা, তাই আনন্দটাও একটু বেশি।”

দেশের মাঠে হচ্ছে আইএসএল। সৌরভের আশা, আইএসএলের দেখাদেখি অন্য খেলাগুলোও দ্রুত শুরু হবে। সৌরভ বলছেন, “আইএসএলই পারে ফুটবলকে ক্রিকেটের মতো জনপ্রিয়তা দিতে।”এই অতিমারির সময় দেশের মাঠে খেলা ফেরা যেমন জরুরি, তেমনই তিনি মনে করেন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে খেলাটাও একইরকম জরুরি।

A post shared by Indian Super League (@indiansuperleague)

আরও পড়ুন: ডার্বি পরে, মাথায় এখন শুধুই কিবুর কেরল, আইএসএল-এ অভিযান শুরুর আগে বললেন হাবাস

আরও পড়ুন: কোটি টাকার লিগে দুই প্রধান, নজর থাকবে কোন ফুটবলারদের দিকে?

আইএসএলের প্রথম মরসুমে মহম্মদ রফিকের হেড কেরল ব্লাস্টার্সের বিশ্বকাপার গোলকিপার ডেভিড জেমসকে পরাস্ত করে জালে জড়ানোর পরে সৌরভের সেলিব্রেশন আইকনিক হয়ে রয়েছে। দেখতে দেখতে আরও একটা আইএসএল এসে গিয়েছে। সমর্থকদের মতো সৌরভ তাঁর দল নিয়ে স্বপ্ন দেখছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sourav Ganguly ISL 2020
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন
Advertisement

Share this article

CLOSE