শনিবার চেন্নাইয়িনএফসির বিরুদ্ধে ম্যাচের শেষদিকে এফসি গোয়া অধিনায়ক এদু বেদিয়া কামড়ে দেন চেন্নাইয়িনের দীপক টাংরেকে। এমনটাই অভিযোগ, যা সত্যি হলে বাকি মরসুম মাঠের বাইরেই কাটাতে হতে পারে স্প্যানিশ এই ফুটবলারকে। ভারতীয় ফুটবলে এমন নজির না থাকলেও এই ঘটনা সত্যি হলে লুইস সুয়ারেজের স্মৃতি আরও একবার ফিরে আসবে। ৯৫ মিনিটে বল দখলের লড়াইয়ে এদুর শরীরের উপর পড়ে যান দীপক। তিনি উঠতে যাওয়ার সময়ই কামড়ে দেন এদু, এমনটাই অভিযোগ দীপকের।
এআইএফএফের ৪৯ নম্বর ধারা অনুসারে শস্তি পেতে হতে পারে তাঁকে। এই ধারায় বলা হয়েছে প্রতিপক্ষের বা ম্যাচ পরিচালকদের সঙ্গে খারাপ আচরণ করলে শাস্তি পেতে পারেন অভিযুক্ত ফুটবলার। তবে সুত্রের খবর চেন্নাইয়িন এফসি ইতিমধ্যেই প্রমাণ-সহ এআইএফএফকে চিঠি পাঠিয়েছে।
৭৮ নম্বর ধারা অনুসারে কোনও ঘটনা যদি ম্যাচ চলাকালীন রেফারির দৃষ্টি এড়িয়ে যায় তা নিয়েও পরে তদন্ত হতে পারে। অভিযুক্ত ফুটবলারের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হলে শাস্তিও পেতে পারেন তিনি। তবে এ বারই প্রথম নয় এর আগেও এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচেও লাল কার্ড দেখতে হয়েছিল এদু বেদিয়াকে। যদিও সেই ম্যাচে ১০ জনের এফসি গোয়াকে পেয়েও ম্যাচ জিততে পারেনি রবি ফাওলারের দল।
Wow - @deepaktangri22 bro you need a rabies shot 💉 after this @ChennaiyinFC 🙏🏽😅@IndSuperLeague when you can’t beat them - eat them 🙏🏽😁 pic.twitter.com/6bEl3z4Iid
— Ranjit Bajaj (@THE_RanjitBajaj) February 13, 2021