Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sports News

বেঙ্গালুরু বনাম মুম্বই লড়াইয়ে চ্যালেঞ্জ আসলে সুনীলের

আই লিগের সেই সাফল্যকে সঙ্গী করে ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করবে বেঙ্গালুরু এফসি। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে তাদের মুখোমুখি হবে গতবারের সেমিফাইনালিস্ট মুম্বই সিটি এফসি।

নিজস্ব সংবাদদাতা
বেঙ্গালুরু শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৭ ১৮:১১
Share: Save:

বেঙ্গালুরু বনাম মুম্বই। লড়াইটা আসলে সব থেকে বেশি সুনীল ছেত্রীর। আইএসএল-এর প্রাক্তন দলের বিরুদ্ধে ম্যাচ দিয়েই শুরু করতে হচ্ছে তাঁকে। তবে মাঠে নেমে এ বার বেঙ্গালুরুর হয়ে বাজিমাত করতে প্রস্তুত ভারত অধিনায়ক।

জোড়া আই লিগ, একবার রানার্স, একটা ফেডারেশন কাপ। জন্ম থেকে চার বছর কেটে গিয়েছে ভারতীয় ফুটবলে। আর এই অল্প সময়ে সাফল্যের খতিয়ান তুঙ্গে। এ বার আই লিগের স্রোত থেকে বেরিয়ে পা রাখতে চলেছে আইএসএল-এ। আই লিগের সেই সাফল্যকে সঙ্গী করে ঘরের মাঠে আইএসএল অভিযান শুরু করবে বেঙ্গালুরু এফসি। শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে তাদের মুখোমুখি হবে গতবারের সেমিফাইনালিস্ট মুম্বই সিটি এফসি। আই লিগের মতো চতুর্থ আইএসএল-এ সাফল্যের আশায় বেঙ্গালুরু। রাহুল ভেকের মতে, ‘‘ঘরের মাঠে খেলার সুবিধেটা আমরা পুরোপুরি তুলে নিতে চাই। চাই পুরো তিন পয়েন্ট। তবে প্রথম থেকেই ম্যাচ বাই ম্যাচ ভাবতে চায় তাঁর দল।’’ কিন্তু আইএসএল-এ অভিজ্ঞ মুম্বই সিটি এফসিকে একদমই হালকাভাবে নিচ্ছে না বেঙ্গালুরু।

আরও পড়ুন

বেঙ্গালুরু এফসি বনাম মুম্বই সিটি এফসি ম্যাচে নজর রাখুন এদের দিকে

বেঙ্গালুরুর ফুটবলার ও কোচ রোকাকে ভরসা দিচ্ছেন দলের আধিনায়ক সুনীল ছেত্রী। ৪-৩-৩ ছকেই দল সাজাচ্ছেন রোকা। উদান্ত, সুনীল, নব্রেগাকে দিয়ে আক্রমণ শুরু করতে চান কোচ। গোলে গুরপ্রীত, রক্ষণের দায়িত্বে থাকবেন ভেকে, জনসন, জুয়ানান, বোইথাং। মাঝমাঠে থাকবেন গার্সিয়া, পারতালু। অন্যদিকে চেনা টুর্নামেন্টে সাফল্যের জন্যই ঝাঁপাবে মুম্বই। গতবার সেমিফাইনালে পৌঁছেও ট্রফির স্বাদ পায়নি মুম্বই এ বার তাই প্রথম থেকেই জয়ের স্বাদ পেতে চায় পুরো দল। আলেকজান্ডার গুইমারেস ভরসা রাখছেন বলবন্ত সিংহ-এর দিকে। ৪-৪-২ ছকে দল সাজাচ্ছে রনবীর কপুরের মুম্বই। রাফেল জোর্দা ও বলবন্তকে দিয়েই আক্রমণ সানাতে চান গুইমারেস।

এখন দেখার, ঘরের মাঠে নিজের পুরনো দলের বিরুদ্ধে উদান্ত, সুনীলরা কি করেন? অন্যদিকে অ্যাওয়ে ম্যাচ থেকে বলবন্তরা কি পয়েন্ট ছিনিয়ে আনতে পারবে?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE