রজার ফেডেরার, রাফায়েল নাদাল আর নোভাক জকোভিচ মানেই টেনিসের ত্রিমূর্তি। যাঁদের গ্র্যান্ড স্ল্যাম সংখ্যাও যেমন অভাবনীয়। আবার অসংখ্য সোনার মুহূর্তও উপহার দিয়েছেন।
প্রশ্ন হচ্ছে, পরবর্তী প্রজন্মেও কি এমন টেনিস খেলোয়াড়দের পাওয়া যাবে। যাঁরা কোর্টে মন্ত্রমুগ্ধ করবেন। আবার একের পর এক গ্র্যান্ড স্ল্যামও জিতবেন। পনেরোটা গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালের মতে ‘না’। ‘‘এত গ্র্যান্ড স্ল্যাম জেতা সহজ নয়। আমি, রজার আর নোভাক এত গ্র্যান্ড স্ল্যাম পেয়েছি বলে মনে হতেই পারে জিনিসটা খুব সহজ। পরবর্তী প্রজন্মও এত সফল হবে কি না বলা মুশকিল,’’ বলছেন দশ বার ফরাসি ওপেনজয়ী খেলোয়াড়।
পিট সাম্প্রাসও একসময় চোদ্দোটা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন। তখনও বিশেষজ্ঞদের মত ছিল কেউ হয়তো সেটা ভাঙতে পারবে না। সেই প্রসঙ্গ টেনে এনে নাদাল বলছেন, ‘‘টেনিসের ইতিহাসে যখন পিট সাম্প্রাস চোদ্দোটা গ্র্যান্ড স্ল্যাম জিতেছিল অনেকে বলেছিল কেউ হয়তো সেটা ভাঙতে পারবে না। এ রকম কৃতিত্বকে সব সময় শ্রদ্ধা করি।’’
আরও পড়ুন:ভক্তকে হারালেন জোকার
উইম্বলডনে এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য ফর্মে নাদাল। ক্লে-কোর্টের ফর্ম ঘাসেও দেখাচ্ছেন স্প্যানিশ মহাতারকা। তৃতীয় রাউন্ডে নাদালের প্রতিপক্ষ ক্যারেন খাচানভ। প্রাক্তন উইম্বলডন চ্যাম্পিয়নকে জিজ্ঞেস করা হয় খাচানভ ভবিষ্যতে গ্র্যান্ড স্ল্যাম জিতবেন কি না? জবাবে নাদাল বলছেন, ‘‘অবশ্যই ক্যারেন খুব প্রতিভাবান খেলোয়াড়। ওর ক্ষমতা আছে র্যাঙ্কিংয়ে আরও ওপরের দিকে উঠে আসার।’’ সঙ্গে তিনি যোগ করেন, ‘‘ক্যারেন খুব শক্তিশালী। ওর ফোরহ্যান্ড ভাল। দারুণ সার্ভও করে। ওর ভবিষ্যৎ উজ্জ্বল।’’
নাদালের মতে আগামী কয়েক বছরে যে ধারাবাহিকতা ধরে রাখার ব্যাপারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে তাতে এগিয়ে থাকবে, তাঁর সাফল্যের চূড়োয় পৌঁছনো সহজ হবে।