ফরাসি ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাস এখন ছুটি কাটাচ্ছেন অবসর সময় কাটানোর জনপ্রিয় স্থান ইবিজ়ায়। পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের মালিক তাঁর ছুটি কাটানোর ছবি দিয়েছেন সমাজমাধ্যমে। সঙ্গে টটেনহ্যাম হটস্পারের স্পেনীয় তারকা সের্খিয়ো রদ্রিগেজ।
রলঁ গারোসের পরে এ বার উইম্বলডনে বড় আকর্ষণ আলকারাস। ফরাসি ওপেনের মতো এখানেও তিনি গত বারের চ্যাম্পিয়ন। ফলে তাঁকে নিয়ে প্রত্যাসা তুঙ্গে। যদিও কবে থেকে তিনি ঘাসের কোর্টের গ্র্যান্ড স্ল্যামের প্রস্তুতি শুরু করবেন তা পরিষ্কার নয়। এ বারের উইম্বলডন শুরু হবে ৩০ জুন থেকে। তার আগে ১৭ জুন থেকে শুরু হওয়া প্রস্তুতি প্রতিযোগিতা কুইন্স ক্লাবে তিনি খেলবেন কি না এখনও নিশ্চিত নয়। এই প্রতিযোগিতার অংশ নেওয়া খেলোয়াড়দের প্রাথমিক তালিকায় আলকারাসের নাম রয়েছে। এ ছাড়া আছেন টমি পল, টেলর ফ্রিৎজ়, বেন শেল্টন ও স্থানীয় তারকা জ্যাক ড্রেপার।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)