Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Umesh Yadav

উমেশ যাদবকে টেস্টে সামলানো নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়ার গ্রিন

আসন্ন টেস্ট সিরিজেও ভারতীয় পেসারদের হাত থেকে বেরনো ‘মিসাইল’ সামলাতে তাঁকে যে আরও কঠিন পরীক্ষায় বসতে হবে, তা টেস্টের বল গড়ানোর আগেই জানিয়ে দিলেন গ্রিন। 

উমেশ যাদব। -ফাইল চিত্র।

উমেশ যাদব। -ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
সিডনি শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২০ ১৮:০৩
Share: Save:

ভারত এ দলের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে অপরাজিত ১২৫ রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। কিন্তু সেই ইনিংস খেলার পথে উমেশ যাদব তাঁর কঠিন পরীক্ষা নিয়েছেন। আসন্ন টেস্ট সিরিজেও ভারতীয় পেসারদের হাত থেকে বেরনো ‘মিসাইল’ সামলাতে তাঁকে যে আরও কঠিন পরীক্ষায় বসতে হবে, তা টেস্টের বল গড়ানোর আগেই জানিয়ে দিলেন গ্রিন।

প্রস্তুতি ম্যাচে উমেশ যাদব ৪ উইকেট নিয়েছেন। তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করে গ্রিন বলছেন, ‘‘উমেশ যাদবের বিশ্বমানের দক্ষতার কথা আলাদা করে বলতেই হয়। যে উইকেটে বল করছিল, সেখানে বোলারদের সাহায্য পাওয়া কঠিনই ছিল। বাতাসের গতির বিরুদ্ধে বল করছিল উমেশ। কিন্তু ওকে সামলানো বেশ কঠিন হয়ে পড়ছিল। পরের প্রস্তুতি ম্যাচে গোলাপি বলে আমি বুমরা ও শামিকে খেলবো। ওটা আমার কাছে নতুন একটা চ্যালেঞ্জ। আরও কয়েকজনের বিরুদ্ধে খেলব, যাদের বিরুদ্ধে আগে খেলিনি।’’

প্রস্তুতি ম্যাচেই উমেশ তাঁর দক্ষতা দেখিয়ে দিয়েছেন। একা উমেশে রক্ষে নেই। পরের প্রস্তুতি ম্যাচে তাঁর বিরুদ্ধে খেলবেন বুমার, শামি। গোলাপি বলকে কথা বলাবেন তাঁরা। শুক্রবারের সেই প্রস্তুতি ম্যাচের বল গড়ানোর আগে গ্রিন বলছেন, ‘‘বুমরা বিশ্বমানের বোলার। ওর বোলিং অ্যাকশনও অন্য ধরনের। ওর অ্যাকশনের সঙ্গে ধাতস্থ হতে কিছুটা সময় লাগবে। বুমরাকে সামলাতে হলে নিজের খেলাকেও অন্য একটা পর্যায়ে নিয়ে যেতে হবে। ওকে বেশি খেললে অবশ্য পরের দিকে সুবিধাই হয়ে যাবে।’’

গ্রিন বলছেন বটে, তবে বুমরার হাতে এতটাই বৈচিত্র যে তাঁকে পড়া খুব কঠিন। টেস্ট সিরিজে বুমরা, শামি, উমেশদের কীভাবে সামলান অজি ব্যাটসম্যানরা সেটাই দেখার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Umesh Yadav Cameron Green India Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE