চার বলে জিততে দরকার ১৪। ক্রিজে রোহিত শর্মা ও হার্দিক পাণ্ড্য। আগের বলেই ছক্কা হাঁকিয়েছেন মুম্বই ক্যাপ্টেন। টি-টোয়েন্টিতে এমন অবস্থায় ম্যাচ জেতার উদাহরণ কম নেই। কিন্তু শনিবার মুম্বই ইন্ডিয়ান্স পারল না। ১০ রানে হারল। রোহিত ডিপ কভারে বল ঠেলে দ্বিতীয় রান নেওয়ার সময়ই ক্রিজের মাঝে তাঁর সঙ্গে ধাক্কা লাগে হার্দিকের। যা এতটাই জোরালো ছিল যে রোহিতকে রীতিমতো মাটিতে পড়ে কাতরাতে দেখা যায়। কিছুক্ষণ পরে অবশ্য রোহিত (৬৫) ফিজিওর সাহায্যে মাঠ ছাড়েন। তবে রান আউট হয়ে। ক্যাপ্টেনের সঙ্গে ম্যাচটাও হাতছাড়া হয়ে যায় মুম্বইয়ের। দিল্লি চার ম্যাচে তিনটে জিতে পয়েন্ট টেবলে দুইয়ে উঠে এল। শনিবারের দ্বিতীয় ম্যাচে আবার ম্যাচের সেরা মুস্তাফিজুর রহমানের দাপটে (২-৯) কিংগস ইলেভেন পঞ্জাবকে ৫ উইকেটে হারিয়ে তিনে উঠে এল সানরাইজার্স হায়দরাবাদ (৫ ম্যাচে পয়েন্ট ৬)। কিংগসের ১৪৪ রানের টার্গেট ডেভিড ওয়ার্নার (৫৯) ও শিখর ধবনের (৪৫) ব্যাটিংয়ের জোরে ১৭.৫ ওভারেই তুলে দেয় সানরাইজার্স।