Advertisement
২৯ মার্চ ২০২৩
Sachin Tendulkar

‘সচিন সেরা ব্যাটসম্যান, কিন্তু কালিস গ্রেটেস্ট কমপ্লিট ক্রিকেটার’

টেস্টে ৫৫ গড়ে ১৩ হাজারের বেশি রান রয়েছে কালিসের। এক দিনের ক্রিকেটে ৪৪ গড়ে রয়েছে ১১ হাজারের বেশি রান। পেসার হিসেবে টেস্টে ৩২.৬৫ গড়ে নিয়েছেন ২৯২ উইকেট। আর এক দিনের ক্রিকেটে নিয়েছেন ২৭৩ উইকেট।

সচিন তেন্ডুলকর ও জাক কালিস।

সচিন তেন্ডুলকর ও জাক কালিস।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ১৩:২৫
Share: Save:

সেরা ব্যাটসম্যানের শিরোপা সচিন তেন্ডুলকরের মাথায় বসালেও তাঁকে ‘গ্রেটেস্ট কমপ্লিট ক্রিকেটার’ বলে মনে করেন না ব্রেট লি। সেই সম্মান এক প্রোটিয়াকে দিচ্ছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার।

Advertisement

ক্রিকেটজীবনে অনেক ব্যাটসম্যানের মুখোমুখি হয়েছেন ব্রেট লি। কিন্তু তাঁকে শাসন করার মতো ব্যাটসম্যান খুব বেশি দেখেননি। আর এদের মধ্যই সেরা ব্যাটসম্যান হিসেবে বেছে নিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’ সচিনকে। জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার পমি বাঙ্গোয়াকে তিনি বলেছেন, “সচিনের কথাই মনে হচ্ছে। কেন সচিন? তার কারণ, সচিন বাড়তি সময় পেত। গ্রেট ক্রিকেটারদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থেকে মনে হয়েছে যে, বল খেলার জন্য বেশি সময় পেত ও। পপিং ক্রিজে দাঁড়ালেও মনে হত ও যেন অতিরিক্ত সময় পাচ্ছে বল খেলার জন্য। আমার মতে, বিশ্বের সেরা ব্যাটসম্যান সচিনই।”

আরও পড়ুন: ‘উল্টো দিকে সচিন-সৌরভ-রাহুল! আমি অবাক হয়ে শুধু দেখছিলাম’

আরও পড়ুন: অবসাদে ভুগছিলেন, আত্মহত্যার কথাও ভেবেছিলেন রবিন উথাপ্পা!

Advertisement

কিন্তু ‘গ্রেটেস্ট কমপ্লিট ক্রিকেটার’ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার জাক কালিসকে বেছে নিয়েছেন লি। তিনি বলেছেন, “বরাবরই বলে এসেছি যে সচিন হল সর্বকালের সেরা ব্যাটসম্যান। কিন্তু, সেরা ক্রিকেটার হল জাক কালিস। আমি তো গ্যারি সোবার্সকে খেলতে দেখিনি। হ্যাঁ, হাইলাইটস অবশ্যই দেখেছি। কিন্তু যাঁদের বিরুদ্ধে খেলেছি, যাঁদের খেলতে দেখেছি, তাঁদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ ক্রিকেটার অবশ্যই কালিস। বোলিং ওপেন করতে যেমন পারত, তেমনই শুধু ব্যাটসম্যান হিসেবেও খেলতে পারত দলে। আর স্লিপেও প্রচুর ক্যাচ নিয়েছে।”

টেস্টে ৫৫ গড়ে ১৩ হাজারের বেশি রান রয়েছে কালিসের। এক দিনের ক্রিকেটে ৪৪ গড়ে রয়েছে ১১ হাজারের বেশি রান। পেসার হিসেবে টেস্টে ৩২.৬৫ গড়ে নিয়েছেন ২৯২ উইকেট। আর এক দিনের ক্রিকেটে নিয়েছেন ২৭৩ উইকেট। সব ফরম্যাট মিলিয়ে সচিনের আবার আন্তর্জাতিক ক্রিকেটে রয়েছে ৩০ হাজারের বেশি রান। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি নিয়েছেন ২০১ উইকেট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.