Advertisement
২৪ এপ্রিল ২০২৪
র‌্যাঙ্কিং শীর্ষে ভারতীয় স্পিন জুটি

জাডেজার কাছে ফিটনেসই সাফল্যের রেসিপি

আইসিসি-র টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে সেরা দুই বোলারই ভারতীয়। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা। টেস্ট ক্রিকেটে ভারতের সোনার সময়ের এ আর এক দৃষ্টান্ত।

এক বিজ্ঞাপন সংস্থার অনুষ্ঠানে জাডেজা। বুধবার।-পিটিআই

এক বিজ্ঞাপন সংস্থার অনুষ্ঠানে জাডেজা। বুধবার।-পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০১৬ ০৩:২৭
Share: Save:

আইসিসি-র টেস্ট বোলার র‌্যাঙ্কিংয়ে সেরা দুই বোলারই ভারতীয়। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।

টেস্ট ক্রিকেটে ভারতের সোনার সময়ের এ আর এক দৃষ্টান্ত। চেন্নাই টেস্টে দশ উইকেট নিয়ে বোলারদের র‌্যাঙ্কিং তালিকায় প্রায় ‘লং জাম্প’ দিলেন সৌরাষ্ট্রর এই স্পিন বোলিং অলরাউন্ডার। সিরিজে ২৬ উইকেট নেন তিনি।

সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ২৮ উইকেট পাওয়া অশ্বিন তো আগে থেকেই বিশ্ব সেরা টেস্ট বোলারদের মধ্যে এক নম্বরে ছিলেন। এ বার তাঁর পরের জায়গাতেই চলে এলেন জাডেজা। শুধু বোলার নয়, অলরাউন্ডারদের তালিকাতেও প্রথম তিনের মধ্যে রয়েছেন। অশ্বিন রয়েছেন এক নম্বরে। তিন নম্বরে জাডেজা। যিনি টেস্ট সিরিজ জেতার পরের দিন বেঙ্গালুরু পৌঁছে দেশের ক্রিকেটভক্তদের আগামী বছর বিদেশেও সাফল্যের ধারাবাহিকতা রাখার প্রতিশ্রুতি দিলেন।

বুধবার তাঁর নতুন স্পনসরের অনুষ্ঠানে জাডেজা বলেন, ‘‘আমি আর আমার দল ফ্যানদের কথা দিতে চাই যে, ২০১৭-য় আমরা বিদেশেও ভাল খেলব। ‘ব্যর্থ পর্যটক’-এর তকমাটা মুছে দেওয়ার চেষ্টা করব।’’

এ বছর ভারত ১১টার মধ্যে ন’টা টেস্ট জিতেছে। এক বছরে সবচেয়ে বেশি টেস্ট জেতার ভারতীয় রেকর্ড গড়ে। তবে ২০১০-এ ভারত ১৪টা টেস্ট খেলে আটটা জিতেছিল। সে বছর তিনটে ড্র এবং তিনটে হারও ছিল।

আগামী বছর অবশ্য ভারতের কঠিন টেস্ট সফর তেমন নেই। আইসিসি-র সূচি অনুযায়ী ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কায় যাওয়ার কথা ভারতের। বিরাট কোহালিদের আসল পরীক্ষা ২০১৮-য়। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা (৪ টেস্ট), জুনে ইংল্যান্ড (৫ টেস্ট) ও ডিসেম্বরে অস্ট্রেলিয়ায় (৪ টেস্ট) যাওয়ার কথা ভারতের। একই বছরে তিনটে বড় সফরে বিশ্বের এক নম্বর ক্রিকেট খেলিয়ে দেশ কেমন ফল করবে, তার দিকেই নজর থাকবে সারা ক্রিকেট দুনিয়ার।

ভারতের টেস্ট দলের এই ধারাবাহিক সাফল্যের কারণ জানতে চাইলে জাডেজা এ দিন তাঁদের দলের ক্রিকেটারদের ফিটনেসের প্রসঙ্গ তুলে বলেন, ‘‘এখনকার ক্রিকেটাররা দিনের অনেকটা সময়ই জিমে কাটায়। সেই জন্যই মাঠে নিজেদের সেরাটা দিতে পারি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ravindra Jadeja Fitness
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE