আইসিসি-র টেস্ট বোলার র্যাঙ্কিংয়ে সেরা দুই বোলারই ভারতীয়। রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা।
টেস্ট ক্রিকেটে ভারতের সোনার সময়ের এ আর এক দৃষ্টান্ত। চেন্নাই টেস্টে দশ উইকেট নিয়ে বোলারদের র্যাঙ্কিং তালিকায় প্রায় ‘লং জাম্প’ দিলেন সৌরাষ্ট্রর এই স্পিন বোলিং অলরাউন্ডার। সিরিজে ২৬ উইকেট নেন তিনি।
সদ্যসমাপ্ত টেস্ট সিরিজে ২৮ উইকেট পাওয়া অশ্বিন তো আগে থেকেই বিশ্ব সেরা টেস্ট বোলারদের মধ্যে এক নম্বরে ছিলেন। এ বার তাঁর পরের জায়গাতেই চলে এলেন জাডেজা। শুধু বোলার নয়, অলরাউন্ডারদের তালিকাতেও প্রথম তিনের মধ্যে রয়েছেন। অশ্বিন রয়েছেন এক নম্বরে। তিন নম্বরে জাডেজা। যিনি টেস্ট সিরিজ জেতার পরের দিন বেঙ্গালুরু পৌঁছে দেশের ক্রিকেটভক্তদের আগামী বছর বিদেশেও সাফল্যের ধারাবাহিকতা রাখার প্রতিশ্রুতি দিলেন।