Advertisement
২৪ এপ্রিল ২০২৪

প্রাণনাশের হুমকি হামেসকে

দু’বছর আগে নিজের দেশের পোস্টার বয় ছিলেন তিনি। যেখানেই জিততেন, পিছন পিছন তাঁর অসংখ্য কলম্বিয়া ভক্তরা ছুটতেন। কিন্তু আজ সেই নিজের দেশের থেকেই কি না তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন! তিনি— হামেস রদ্রিগেজ।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০১৬ ০৩:২৯
Share: Save:

দু’বছর আগে নিজের দেশের পোস্টার বয় ছিলেন তিনি। যেখানেই জিততেন, পিছন পিছন তাঁর অসংখ্য কলম্বিয়া ভক্তরা ছুটতেন। কিন্তু আজ সেই নিজের দেশের থেকেই কি না তিনি প্রাণনাশের হুমকি পাচ্ছেন! তিনি— হামেস রদ্রিগেজ।

কাফ মাসলে সমস্যার জন্য প্যারাগুয়ে ও উরুগুয়ে ম্যাচ থেকে নাম তুলে নেন রদ্রিগেজ। যে সিদ্ধান্তে চটেছেন কলম্বিয়ার সমর্থকরা। হামেস রদ্রিগেজের মা পিলার রুবিও-র ব্যক্তিগত টুইটার হ্যান্ডল ভরে যায় খারাপ সমস্ত পোস্টে। যে পোস্টের মধ্যে ছিল হামেসের প্রাণ নেওয়ার হুমকিও। হামেসের দোষ দেশের হয়ে তিনি নামেননি।

জনৈক এক কলম্বিয়া সমর্থক যেমন পোস্ট করেন, ‘‘আমি বন্দুক নিয়ে আসছি আপনাদের বাড়িতে। যাকে আপনি ভালবাসেন তাকে এখন থেকেই বিদায় জানানোর জন্য তৈরি থাকুন।’’ আর একজন রগচটা ভক্ত আবার বন্দুক ও গুলির ছবি পোস্ট করেন। যেখানে লেখা ছিল, ‘‘দেখতে চান হামেসের প্রাণ নিলে ঠিক কী রকম দেখতে লাগবে?’’

কলম্বিয়ার এক গ্রুপ লিজিয়ন হোক আবার সতর্কবার্তা পাঠিয়ে বলে, ‘‘হামেসের উপর নজর আছে লিজিয়ন হোকের।’’

রদ্রিগেজের বাবা উইলসন রদ্রিগেজ অবশ্য জানিয়েছেন, তিনি কিছুই জানেন না এই ব্যাপারে। স্বয়ং হামেস রদ্রিগেজও এই প্রসঙ্গে কিছু বলেননি। তিনি ব্যস্ত চোট সারিয়ে আবার মাঠে ফিরতে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

James Rodriguez Death threat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE