Advertisement
২০ এপ্রিল ২০২৪

তিনে জামশেদপুর, মরিয়া জেজে-রা

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে ১-৩ হেরে আইএসএলের শেষ চারে খেলার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল চেন্নাইয়িন এফসি। আজ, রবিবার দিল্লি ডায়নামোজ এফসি-র বিরুদ্ধে আর সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না জেজে লালপেখলুয়া-রা।

জেজে লালপেখলুয়া।—ফাইল চিত্র।

জেজে লালপেখলুয়া।—ফাইল চিত্র।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০১৮ ০৪:০০
Share: Save:

মুম্বই সিটি এফসি, এফসি গোয়ার পরে এ বার নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-কে হারিয়ে ঘরের মাঠে জয়ের হ্যাটট্রিক জামশেদপুর এফসি-র।

শনিবার ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) টেবলের নবম স্থানে থাকা জন আব্রাহামের দলের বিরুদ্ধে জয় অবশ্য সহজে আসেনি জামশেদপুরের। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য ভাবে। দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ভাবে ঘুরে দাড়ায় স্টিভ কপেলের দল। ৫১ মিনিটে জয়সূচক গোল করে জামশেদপুর এফসি-কে তিন নম্বরে তুলে আনলেন ওয়েলিংটন প্রিরোরি।

বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে আগের ম্যাচে ১-৩ হেরে আইএসএলের শেষ চারে খেলার স্বপ্ন অধরা থেকে গিয়েছিল চেন্নাইয়িন এফসি। আজ, রবিবার দিল্লি ডায়নামোজ এফসি-র বিরুদ্ধে আর সেই ভুলের পুনরাবৃত্তি করতে চান না জেজে লালপেখলুয়া-রা।

আইএসএল টেবলে এই মুহূর্তে সবার শেষে দিল্লি। ১২ ম্যাচে মাত্র সাত পয়েন্ট প্রীতম কোটাল-দের। এক ম্যাচ বেশি খেলে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চেন্নাই। রবিবার জিতলে লিগ টেবলে দ্বিতীয় স্থানে উঠে আসবেন জেজে-রা। হারলেও অবশ্য তিন নম্বরে থাকবেন। ফলে প্রথম দলের বেশ কয়েকজন ফুটবলারকে বিশ্রাম দেওয়ার সুযোগ রয়েছে চেন্নাই কোচ জন গ্রেগরির সামনে। তিনি অবশ্য বলছেন, ‘‘আমি সব সময় সেরা দল খেলাতেই পছন্দ করি। এই ম্যাচেও তার ব্যতিক্রম হবে না।’’ সঙ্গে যোগ করেছেন, ‘‘দলের প্রত্যেকেই সুস্থ। তবে লাল কার্ড দেখায় অধিনায়ক হেনরিক সেরেনোকে পাওয়া যাবে না।’’

প্রথম লেগে ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে ২-২ ড্র করেছিল চেন্নাই। সতর্ক গ্রেগরি বলছেন, ‘‘এই মরসুমে দিল্লি হয়তো খুব একটা ছন্দে নেই। কিন্তু ওদের দলে বেশ কয়েক জন ভাল ফুটবলার রয়েছে। ফলে দিল্লিকে হাল্কা ভাবে নেওয়ার প্রশ্নই নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football ISL 4 Jamshedpur FC NorthEast United
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE