Advertisement
E-Paper

মাত্র তিন গেম খুইয়ে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে সিনার, স্ট্রেট সেটে জয় জ়েরেভেরও

স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন পুরুষদের শীর্ষবাছাই ইয়ানিক সিনার। স্ট্রেট সেটে জিতেছেন পুরুষদের তৃতীয় বাছাই আলেকজ়ান্ডার জ়েরেভও।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মে ২০২৫ ২১:৫৮
sports

ফরাসি ওপেনের তৃতীয় রাউন্ডে জয়ের পর ইয়ানিক সিনার। ছবি: রয়টার্স।

থামানো যাচ্ছে না ইয়ানিক সিনারকে। স্ট্রেট সেটে জিতে ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। ম্যাচে মাত্র তিনটে গেম খুইয়েছেন পুরুষদের শীর্ষবাছাই টেনিস খেলোয়াড়। সিনারের পাশাপাশি সহজ জয় পেয়েছেন আলেকজ়ান্ডার জ়েরেভও। পুরুষদের তৃতীয় বাছাই খেলোয়াড়ও স্ট্রেট সেটে জিতেছেন।

তৃতীয় রাউন্ডের ম্যাচে সিনার হারিয়েছেন চেকিয়ার জিরি লেহচকাকে (৬-০, ৬-১, ৬-২)। মাত্র দেড় ঘণ্টায় শেষ হয়ে গিয়েছে খেলা। সিনারের সামনে দাঁড়াতে পারেননি লেহেচকা। এ বারের ফরাসি ওপেনে তিন রাউন্ডে একটা সেটও হারেননি সিনার। এই ম্যাচের পর গ্র্যান্ড স্ল্যামে টানা ১৭টা ম্যাচ জিতলেন তিনি। ১৯৯০ সালের পর জন্ম নেওয়া টেনিস খেলোয়াড়দের মধ্যে যা সর্বাধিক।

গোটা ম্যাচে সার্ভিসে মাত্র ন’টা পয়েন্ট খুইয়েছেন সিনার। খেলা শেষে ইটালির তারকা বলেন, “আমি শুরু থেকেই ভাল খেলছিলাম। তৃতীয় সেটের মাঝামাঝি এসে লেহেচকা ভাল সার্ভিস করতে শুরু করে। ও খুব সাহসী শট খেলছিল। কিন্তু আমি নিজের শক্তি অনুযায়ী খেলেছি। আমার কোচ সিমোন ভাগনোজ্জির জন্মদিন ছিল গতকাল। সাধারণত ওর জন্মদিনে আমি খুব একটা ভাল খেলতে পারি না। এই জয় ওর জন্মদিনের উপহার।”

বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস তারকা হিসাবে আগামী সপ্তাহে এক বছর পূর্ণ করবেন সিনার। গত ১৫টা গ্র্যান্ড স্ল্যামের মধ্যে এই নিয়ে ১৪ বার অন্তত চতুর্থ রাউন্ডে উঠলেন তিনি। রোলঁ গারোজে তাঁর জেতা-হারার পরিসংখ্যান ১৯-৫। গত বার সেমিফাইনালে কার্লোস আলকারাজ়ের কাছে হেরেছিলেন তিনি।

শনিবারের ম্যাচে লেহেচকার বিরুদ্ধে ৩০টা উইনার মেরেছেন সিনার। মাত্র ন’টা আনফোর্সড এরর করেছেন তিনি। ক্রমতালিকায় ২০ নম্বরের পিছনে থাকা টেনিস খেলোয়াড়দের বিরুদ্ধে টানা ৬৪টা ম্যাচ জিতলেন তিনি। চতুর্থ রাউন্ডের ম্যাচে আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে খেলবেন সিনার। তৃতীয় রাউন্ডের ম্যাচে আর্থার ফিলস চোটের কারণে নাম তুলে নেওয়ায় ওয়াকওভার পেয়েছে রুবলেভ।

দ্বিতীয় রাউন্ডের ম্যাচে প্রথম সেট হেরেছিলেন জ়েরেভ। কিন্তু চতুর্থ রাউন্ডের ম্যাচে স্ট্রেট সেটে জিতেছেন জার্মানির খেলোয়াড়। ফ্লাবিয়ো কোবোলিকে (৬-২, ৭-৬, ৬-১) হারিয়েছেন তিনি। দ্বিতীয় সেট ছাড়া সমস্যায় পড়তে হয়নি জ়েরেভকে। ম্যাচে আটটা ‘এস’ মেরেছেন তিনি। ১৫ বার কোবোলির সার্ভিস ভাঙার সুযোগ পান জ়েরেভ। ছ’বার ভাঙেন তিনি। উল্টে জ়েরেভের সার্ভিস দু’বার ভেঙেছেন কোবোলি। দ্বিতীয় সেট সেই কারণেই টাইব্রেকার গড়ায়। শেষ পর্যন্ত জেতেন জ়েরেভ। চতুর্থ রাউন্ডে নেদারল্যান্ডসের টালোন গ্রিকসপুরের বিরুদ্ধে খেলবেন তিনি।

Jannik Sinner Alexander Zverev
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy