এই বছর অস্ট্রেলিয়ান ওপেন জিতেছিলেন ইয়ানিক সিনার। গত বছর জিতেছিলেন ইউএস ওপেন। এ বার ফরাসি ওপেনেও জয় দিয়ে শুরু করলেন এই মুহূর্তে বিশ্বের এক নম্বর টেনিস তারকা। স্ট্রেট সেটে জিতলেন তিনি।
সোমবার রাতে সিনার খেলতে নেমেছিলেন ফ্রান্সের আর্থার রিন্ডারনেকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে ইটালির টেনিস তারকা জিতলেন ৬-৪, ৬-৩, ৭-৫ গেমে। অস্ট্রেলিয়ান ওপেনের পর সোজা ফরাসি ওপেন খেলতে নামতে হয় সিনারকে। মাঝে তিন মাস নির্বাসিত ছিলেন তিনি। ২৩ বছরের সিনার ইতিমধ্যেই তিনটি গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। দু’বার অস্ট্রেলিয়ান ওপেন এবং এক বার ইউএস ওপেন জিতেছেন তিনি। অর্থাৎ, সিনার এখনও পর্যন্ত হার্ড কোর্টে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। গত বছর ফরাসি ওপেনের সেমিফাইনালে উঠেও হারতে হয়েছিল তাঁকে। কার্লোস আলকারাজ়ের বিরুদ্ধে হেরে গিয়েছিলেন সিনার।
আরও পড়ুন:
দ্বিতীয় রাউন্ডে সিনার খেলবেন আরও এক ফরাসি টেনিস খেলোয়াড়ের বিরুদ্ধে। রিচার্ড গ্যাসকেট এখন বিশ্ব ক্রমতালিকায় ১৬০ নম্বরে। এক সময় সপ্তম স্থানে ছিলেন তিনি। কিন্তু ৩৮ বছরের গ্যাসকেট নিজের সেরা সময় ফেলে এসেছেন। ফরাসি ওপেনে দ্বিতীয় ম্যাচেও অবশ্যই বেশির ভাগ দর্শক সিনারের বিপক্ষে থাকবেন। সেটা তিনি নিজেও জানেন। তাই প্রথম রাউন্ডে জিতে হাসতে হাসতে বলেন, “আমি জানি আপনারা ওকে সমর্থন করবেন। ঠিক আছে।”