তৃতীয় এক দিনের ম্যাচে পাল্লেকেলেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে টেস্ট সিরিজের পর ওয়ান ডে সিরিজেও নিজেদের আধিপত্য বজায় রেখেছে বিরাট কোহালির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। দু’ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে নিয়েছে ভারত। পাল্লেকেলে ম্যাচের ভারতের জয়ের অন্যতম নায়ক যদি রোহিত শর্মা হন তা হলে অন্য জন নিঃসন্দেহে যশপ্রীত বুমরা। ২৭ রানে বুমরাহ-এর নেওয়া পাঁচ উইকেটই ম্যাচের শুরুতে ব্যকফুটে ঠেলে দেয় শ্রীলঙ্কাকে। এ দিনের ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন বুমরা।
আরও পড়ুন: প্রত্যাবর্তনেই চমক, ইউএস ওপেনে বিশ্বের দু’নম্বরকে হারিয়ে দিলেন শারাপোভা
আরও পড়ুন: রাফাকে কোর্টে চান ফেডেরার