ধর্মশালায় ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে। তার মধ্যে যেমন ধোনির সঠিক ডিআরএস রয়েছে, তেমনই রয়েছে যশপ্রিত বুমরার নো বলে উইকেট। যা দেখে স্তম্ভিত গোটা বিশ্ব। আর এতেই সকাল থেকে বুমরাকে টুইটারে ট্রোলড করতে থাকেন ক্রিকেট ফ্যানরা।
অতীতেও নো বলে ‘উইকেট নেওয়া’র রেকর্ড রয়েছে তরুণ এই পেসারের । চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নো বলে পাকিস্তানের ফখর জামানের উইকেট নিয়েছিলেন বুমরা। রবিবার ধর্মশালায় ফের এক বার সেই ঘটনারই পুনরাবৃত্তি ঘটালেন ভারতীয় দলের নির্ভরযোগ্য এই বোলার।
ভারতের ১১২ রানের জবাবে ব্যাট হাতে নেমেই ষষ্ঠ ওভারে উপুল থরঙ্গার উইকেট খুইয়ে বসে শ্রীলঙ্কা। কিন্তু প্রথম উইকেটের আনন্দ ম্লান করে দেয় বুমরার নো বল। যে বলে থরঙ্গা আউট হন সেটা ছিল নো বল। পরে ম্যাচ উইনিং ৪৯ রানের ইনিংস খেলেছিলেন উপুল। আর এতেই টুইটারে ট্রোল্ড হতে থাকেন যশপ্রীত বুমরা।
আরও পড়ুন: বিরাট-অনুষ্কার বিয়ে নিয়ে টুইটারে মস্করা সমর্থকদের
আরও পড়ুন: আবারও ডিআরএস-এ বাজিমাত ধোনির
বুমরাকে ট্রোল্ড করে এক সমর্থক লেখেন, “নো বলে উইকেট। বুমরা ফের এক বার বুমরার মতোই কাজ করলেন।”
আর এক জন লেখেন, “নো বল যদি একটি শিল্প হিসেবে ধরা হয়, তা হলে বুমরা নিঃসন্দেহে তার অন্যতম শিল্পী হবেন।”
If no ball is an art then Bumrah is Picasso of it pic.twitter.com/x9nSc7hFP6
— Omar (@AmooryI5) December 10, 2017
আর এক জন তো বুমরার জুতো নিয়েই প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “নো বল এড়াতে বুমরার বিশেষ জুতো প্রয়োজন।”
Oh! No ball. Bumrah needs specialist shoes to curb on no balls. pic.twitter.com/vidMlr4Oj3
— Amit Sharma (@AmitVats06) December 10, 2017