চলতি অ্যাশেজে ৩-০ পিছিয়ে টেস্ট সিরিজ ইতিমধ্যেই খুইয়েছে ইংল্যান্ড। ডন ব্র্যাডম্যানের দেশে ইংরেজ ক্রিকেটারদের এই দুর্দশা দেখে দিন কয়েক আগেই ইংল্যান্ড অধিনায়ক জো রুট-কে ‘বাচ্চা ছেলে’ বলে তুমুল সমালোচনা করেছিলেন প্রাক্তন অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিং।
এ বার বক্সিং ডে টেস্ট শুরুর আগে পন্টিং-কে পাল্টা দুষলেন রুট। বলে দিলেন, ‘‘ইংল্যান্ড ড্রেসিংরুম সম্পর্কে কোনও ধারণাই নেই পন্টিংয়ের। এ ব্যাপারে তিনি কিছু জানেনও না।’’ মঙ্গলবারই মেলবোর্নে শুরু হচ্ছে ‘বক্সিং ডে’ টেস্ট। তার আগে রুটের এই পাল্টা মন্তব্যে সরগরম অ্যাশেজ।
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে। যেখানে রিকি পন্টিং ইংল্যান্ডের অ্যাশেজ সিরিজে এই নাজেহাল অবস্থা সম্পর্কে বলতে গিয়ে ইংল্যান্ড উইকেটকিপার জনি বেয়ারস্টো ও অস্ট্রেলিয়ার ক্যামেরন ব্যানক্রফ্ট-এর মধ্যে পানশালায় মাথা ঠোকাঠুকি করার কথা উল্লেখ করেন। সঙ্গে ইংল্যান্ড বোলার জেমস অ্যান্ডারসনের মাথায় মদ ঢেলে দিয়ে দলের তরুণ ক্রিকেটার বেন ডাকেট-এর নির্বাসিত হওয়ার ঘটনাও তুলে আনেন পন্টিং। তিনি বলেন, ‘‘এই সব ঘটনা প্রমাণ করে দলে অধিনায়ক হিসেবে রুটের প্রতি শ্রদ্ধাবোধ নেই। লাজুক ভাবে দল পরিচালনা না করে কখনও কখনও কড়া হাতে দলের রাশ ধরতে হয় অধিনায়ককে। টিভিতে রুট-কে অধিনায়ক হিসেবে সাক্ষাৎকার দিতে দেখেছি। ওর কথাবার্তার ধরনও বাচ্চা ছেলেদের মতোই।’’