জোফ্রে আর্চার। ছবি: টুইটার।
আইপিএল শুরুর আগেই পিঠে চোট পেয়ে রাজস্থান রয়্যালসের চিন্তা বাড়িয়ে দিলেন ক্যারিবিয়ান পেসার জোফ্রে আর্চার। নির্বাসন কাটিয়ে আইপিএলে ফেরা রাজস্থান রয়্যালস জানুয়ারিতে আইপিএল নিলামে ৭ কোটি ২০ লক্ষ টাকা খরচ করে দলে নিয়েছে জোফ্রেকে। কিন্তু আইপিএল-এর প্রথম ম্যাচে আদৌ কতটা নামতে পারবেন জোফ্রে আর্চার সেই বিষয়ে সন্দিহান রয়্যালস কর্তৃপক্ষ।
আইপিএলে খেলতে নামার আগে কুয়েতা গ্ল্যাডিয়েটরের হয়ে পাকিস্তান সুপার লিগ(পিএসএল)-এ অংশ নিয়েছিলেন জোফ্রে। আর সেই টুর্নামেন্টেই চোট পান তিনি। পিএসএল-এ দু’টি ম্যাচ খেলে চারটি উইকেট নেন তিনি।
চোট পেয়ে পিএসএল থেকে জোফ্রের ছিটকে যাওয়ার কথা কুইতা গ্ল্যাডিয়েটার্সের পক্ষ থেকে জানানো হয় টুইটারে।
আরও পড়ুন: ‘ধোনির অভিজ্ঞতা বাজারে বিক্রি হয় না বা কেনা যায় না’
আরও পড়ুন: নাইটদের নেতৃত্বে পাঁচ দাবিদার
Speed sensation Jofra Archer waves goodbye. Sad he could only play 2 out of 4 matches due to side strain. See you soon JOF!!! #Zordaar11 pic.twitter.com/781SXdWR1g
— Quetta Gladiators (@TeamQuetta) March 2, 2018
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy