Advertisement
২৫ এপ্রিল ২০২৪
ইংলিশ প্রিমিয়ার লিগ

জিতে জোসের তোপ নিন্দুকদের

হাডার্সফিল্ড টাউনে গিয়ে দলের মনোভাবের সমালোচনা করা ম্যানইউ ম্যানেজার জোসে মোরিনহোকে এ দিন কিন্তু বেশ হাসিখুশি দেখাচ্ছিল।

দুরন্ত: পরিবর্ত হিসেবে নেমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে জেতালেন অ্যান্থনি মার্সিয়াল। ছবি:  গেটি ইমেজেস।

দুরন্ত: পরিবর্ত হিসেবে নেমে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে জেতালেন অ্যান্থনি মার্সিয়াল। ছবি:  গেটি ইমেজেস।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০১৭ ০৪:২৮
Share: Save:

ম্যান ইউ ১ • টটেনহ্যাম ০

টটেনহ্যাম হটস্পারে ছিলেন না হ্যারি কেন। তবু ম্যাচের বেশির ভাগ সময় তাদেরই আধিপত্য থাকল। ৮১ মিনিটে অ্যান্থনি মার্সিয়ালের গোলে জিতল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

হাডার্সফিল্ড টাউনে গিয়ে দলের মনোভাবের সমালোচনা করা ম্যানইউ ম্যানেজার জোসে মোরিনহোকে এ দিন কিন্তু বেশ হাসিখুশি দেখাচ্ছিল। কারণ, তাঁর দশ মিনিট আগে মার্সিয়ালকে পরিবর্ত হিসেবে নামিয়ে তিনিই বাজিমাত করলেন। ‘‘দু’টো দলই জেতার চেষ্টা করছিল। এটাই দেখতে চেয়েছিলাম। হয়তো আমরা ভাগ্যবান যে, শেষ দিকে জয়টা পেয়ে গেলাম,’’ বলেছেন জোসে। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে মুখে আঙুল দিয়ে ক্যামেরার দিকে অঙ্গভঙ্গি করেন মোরিনহো। সমালোচকদের দিকেই যে এই ইঙ্গিত তিনি করলেন তা নিয়ে সন্দেহ নেই। পরে তিনি আবার বলেও দিলেন, ‘‘কিছু লোক বড্ড বেশি কথা বলে। তাদের বলছি, শান্ত থাকুন। রিল্যাক্স করুন।’’

জিতল চেলসি, ম্যান সিটি: শনিবার ইপিএলে ম্যাঞ্চেস্টার সিটি ৩-২ হারাল ওয়েস্ট ব্রম-কে। লেরয় সানে, ফার্নান্দিনহো এবং রহিম স্টার্লিং গোল করেন ম্যান সিটির হয়ে। প্রথম দশ ম্যাচের পরে প্রিমিয়ার লিগের ইতিহাসে সেরা শুরু করার রেকর্ড গড়ল সিটি। ১০ ম্যাচ পরে তাদের পয়েন্ট ২৮ (জয় ৯, ড্র ১), গোলপার্থক্য ২৯ (৩৫-৬)। পাশাপাশি আর্সেনাল ২-১ হারাল সোয়ানসি সিটিকে। গানার্সদের গোলদাতা কোলাসিনাচ এবং অ্যারন র‌্যামসে। শনিবার লিভারপুলও জয় পেয়েছে হাডার্সফিল্ডের বিরুদ্ধে। লিভারপুলের হয়ে গোল করেন স্টারিজ, ফির্মিনহো এবং ওয়াইনালডাম। পাশাপাশি এডেন অ্যাজারের গোলে বোর্নমুথকে ১-০ হারাল চেলসি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE