Advertisement
০৫ মে ২০২৪

এগিয়ে থাকলেও আজ আত্মতুষ্ট নন ক্লপ

রবিবারই চেলসির বিরুদ্ধে ইপিএলে জেতে লিভারপুল। দুর্দান্ত গোল করেন সালাহ। পোর্তো ম্যাচের আগে মিশরের এই তারকা ফুটবলারও ছন্দে।

মহড়া: লিভারপুলে পোর্তো ম্যাচের প্রস্তুতি সালাহ, ফির্মিনোর। রয়টার্স

মহড়া: লিভারপুলে পোর্তো ম্যাচের প্রস্তুতি সালাহ, ফির্মিনোর। রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৯ ০৫:৩০
Share: Save:

ঘরের মাঠ অ্যানফিল্ডে গত সপ্তাহে প্রথম পর্বের কোয়ার্টার ফাইনাল ম্যাচে এফসি পোর্তোর বিরুদ্ধে ২-০ জিতেছিল লিভারপুল। বুধবার রাতে দ্বিতীয় পর্বের ম্যাচে এ বার পোর্তোর ঘরের মাঠে মুখোমুখি হচ্ছেন মহম্মদ সালাহরা।

পোর্তোর বিরুদ্ধে ড্র কিংবা ০-১ ব্যবধানে হারলেও সেমিফাইনালে চলে যাবে য়ুর্গেন ক্লপের দল। লিভারপুল অধিনায়ক জর্ডান হেন্ডারসন গোড়ালির চোটের কারণে এই ম্যাচে খেলতে পারবেন না। ক্লপ বলছেন, ‘‘সুবিধাজনক অবস্থায় থাকলেও এই প্রতিযোগিতার নাম চ্যাম্পিয়ন্স লিগ। এখানে অনেক অঘটনই ঘটতে পারে। ঘরের মাঠে পোর্তো মোটেও সহজ প্রতিপক্ষ নয়।’’

রবিবারই চেলসির বিরুদ্ধে ইপিএলে জেতে লিভারপুল। দুর্দান্ত গোল করেন সালাহ। পোর্তো ম্যাচের আগে মিশরের এই তারকা ফুটবলারও ছন্দে। বলছেন, ‘‘সেমিফাইনালে যাওয়া কঠিন নয়। কিন্তু রক্ষণকে সতর্ক থাকতে হবে।’’

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

পোর্তো ম্যানেজার সের্জিয়ো কনসেইসাও আবার বলছেন, ‘‘লিভারপুলের মতো দলের বিরুদ্ধে রক্ষণকে একশো শতাংশ সুরক্ষিত রাখতে হবে। ০-২ পিছিয়ে থেকে সেমিফাইনালে যাওয়ার কাজটা বেশ শক্ত। তবে আমরা প্রতি-আক্রমণেই গোলের দরজা খোলার চেষ্টা করব।’’

পোর্তোর মাঝমাঠের খেলোয়াড় হেক্টর এরেরা এ প্রসঙ্গে মনে করিয়ে দিয়েছেন, গত বছর সালাহ, সাদিয়ো মানেদের কাছে দু’পর্ব মিলিয়ে ০-৫ চূর্ণ হওয়ার স্মৃতি। বলছেন, ‘‘গত বছর লিভারপুলের কাছে পর্যুদস্ত হয়েছিলাম আমরা। এটা বদলার ম্যাচ নয়। ওরা সুবিধাজনক অবস্থায় রয়েছে। আমরা সেটা মাথায় না রেখে নতুন ইতিহাস গড়তে চাই।’’

বুধবার চ্যাম্পিয়ন্স লিগে: পোর্তো বনাম লিভারপুল (রাত ১২.৩০)। সরাসরি সোনি টেন ওয়ান চ্যানেলে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Jurgen Klopp Liverpool Football
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE