Advertisement
২৫ এপ্রিল ২০২৪

ফুটবলে ভিডিয়ো প্রযুক্তি উন্নত করার দাবি গুরু ক্লপের

ক্লপ বললেন, ‘‘এটা পরিষ্কার যে, এই পদ্ধতিকে আরও ত্রুটিহীন এবং পরিচ্ছন্ন করতে হবে।’’ যোগ করলেন, ‘‘এই পদ্ধতিতেও ভুল হওয়ার অনেক জায়গা আছে

ছবি রয়টার্স।

ছবি রয়টার্স।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৩ নভেম্বর ২০১৯ ০৫:০৪
Share: Save:

ফুটবলে ভিডিয়ো প্রযুক্তি (ভিএআর) প্রয়োগ নিয়ে বিতর্ক অব্যাহত। গত রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল বনাম ম্যাঞ্চেস্টার সিটি ম্যাচে যা উত্তেজক মাত্রা পেয়েছিল। লিভারপুল ম্যানেজার য়ুর্গেন ক্লপ থেকে ফুটবলের বহু বিশিষ্ট মানুষ মনে করছেন, দ্রুত এই প্রযুক্তি আরও উন্নত করা জরুরি। সোমবার সুইৎজ়ারল্যান্ডের শহর নিয়নে বিষয়টি নিয়ে আলোচনায় অংশ নিলেন ক্লপ ছাড়াও পেপ গুয়ার্দিওলা, জ়িনেদিন জ়িদান, থোমাস টুহেলের মতো বিখ্যাত কোচেরা।

ক্লপ বললেন, ‘‘এটা পরিষ্কার যে, এই পদ্ধতিকে আরও ত্রুটিহীন এবং পরিচ্ছন্ন করতে হবে।’’ যোগ করলেন, ‘‘এই পদ্ধতিতেও ভুল হওয়ার অনেক জায়গা আছে। এখানেও অনেক কিছু মানুষকে করতে হয়। সমস্যাটা হচ্ছে আমরা কেউ নিখুঁত নই। দেখতে হবে, ভিএআর প্রয়োগের সময় কোথায় কোথায় ভুল হচ্ছে। কেউ বলছে না যে, পুরো জিনিসটাকে একেবারে নিখুঁত করতে হবে। আমাদের কথা একটাই। সব ক্ষেত্রে যেন ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়।’’

লিভারপুল-ম্যান সিটি ম্যাচে ভিএআর ঘিরে বিতর্কিত পরিস্থিতি তৈরি হয়েছিল। ছ’মিনিট আলোচনার পরে সিটির একটি পেনাল্টির দাবি নাকচ হয়। যা নিয়ে মাঠে ও স্টেডিয়ামে উত্তেজনা তৈরি হয়েছিল। লিভারপুল বক্সের মধ্যে একটি বল আলেকজান্ডার-আর্নল্ডের হাতে লাগে। পেনাল্টির দাবিতে সে সময় সের্খিয়ো আগুয়েরোরা সরব ছিলেন। কিন্তু ভিডিয়ো প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি জানিয়ে দেন যে, ট্রেন্ট ইচ্ছাকৃত ভাবে বল হাতে লাগাননি। ভিডিয়ো প্রযুক্তি ঘিরে সব চেয়ে বেশি বিতর্ক হচ্ছে, ঠিক সিদ্ধান্ত নিতে গিয়ে অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। ফাবিনহোর যে গোলে লিভারপুল ১-০ এগিয়ে গিয়েছিল, সেই গোলের ক্ষেত্রেও ভিডিয়ো প্রযুক্তির সাহায্য নিয়ে রেফারি সিদ্ধান্ত নিতে ২২ সেকেন্ড সময় খরচ করেন।

এ দিকে, গত দু’বারের চ্যাম্পিয়ন হলেও এ বারের ইংলিশ প্রিমিয়ার লিগ খেতাব জিতে ম্যাঞ্চেস্টার সিটি হ্যাটট্রিক করবেই এমন কথা বলা যাচ্ছে না। তার একটা বড় কারণ, পেপ গুয়ার্দিওলার দলের রক্ষণ প্রত্যাশিত ফুটবল খেলতে পারছে না। তবু ম্যান সিটির প্রাক্তন ডিফেন্ডার ভাঁসো কম্পানি বলেছেন, ‘‘মনে হয় না, সিটির নতুন ডিফেন্ডার সই করানোর দরকার আছে। সিটি আক্রমণাত্মক ফুটবল খেলেছে। আক্রমণই সেরা রক্ষণ। যারা আছে তাদের নিয়েই সিটি খেলে গেলে আমি তো মনে করি না কোনও অসুবিধে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Football Liverpool VAR Jurgen Klopp
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE