Advertisement
১৮ মে ২০২৪
মিশন অস্ট্রেলিয়া

যুবরাজে মজে কপিল

যুবরাজ সিংহের জাতীয় প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত কপিল দেব। তিনি মনে করছেন, জন ম্যাকেনরো বা দিয়েগো মারাদোনার মতো দর্শক টানার ক্ষমতা রয়েছে যুবরাজের। চৌত্রিশেও।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৫ ০৫:০৫
Share: Save:

যুবরাজ সিংহের জাতীয় প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত কপিল দেব। তিনি মনে করছেন, জন ম্যাকেনরো বা দিয়েগো মারাদোনার মতো দর্শক টানার ক্ষমতা রয়েছে যুবরাজের। চৌত্রিশেও।

‘‘যুবরাজ খুব উত্তেজক ক্রিকেটার। দর্শক টানার খাঁটি ক্ষমতা ওর আছে। লোকে যেমন জন ম্যাকেনরো বা দিয়েগো মারাদোনার খেলা দেখতে আসত, তেমনই আসে যুবরাজকে দেখতে। সেটা ওর ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং, যা-ই হোক না কেন। যুবরাজ সত্যিকারের ম্যাচউইনার। ও নিজের উপর বিশ্বাস রাখতে পারলেই হল,’’ এ দিন এক অনুষ্ঠানে বলেন কপিল।

মহেন্দ্র সিংহ ধোনিকে ওয়ান ডে ও টি-টোয়েন্টি ক্যাপ্টেন রাখা নিয়ে খুশি কপিল। পাশাপাশি বিরাট কোহলিরও প্রশংসা করেছেন তিরাশির বিশ্বকাপ-জয়ী অধিনায়ক। ‘‘ব্যাটসম্যান হওয়া সত্ত্বেও ওর মনোভাব ফাস্ট বোলারের মতো। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আগ্রাসন খুব দরকার। আগে আমাদের জাতীয় দল বিপক্ষের চোখে চোখ রাখতে পারত না। এই ব্যাপারটা শুরু করে সৌরভ গঙ্গোপাধ্যায়। বাঙালি হওয়া সত্ত্বেও সৌরভ দারুণ আগ্রাসী ছিল,’’ বলেছেন সহাস্য কপিল।

চোট সারিয়ে দলে ফেরা মহম্মদ শামিকে নিয়ে আশাবাদী কপিল। অজিঙ্ক রাহানে নিয়ে সপ্রশংস। এবং অস্ট্রেলিয়া সফরের আগে ধোনির জন্য তাঁর বার্তা, ‘‘শামি, উমেশ বা ইশান্ত শর্মাকে ক্যাপ্টেনের বলা উচিত যে, প্রথম পনেরো ওভারে তোমরা নব্বই রান দিলে আমার আপত্তি নেই। কিন্তু সেটা ৯০-৩ হওয়া দরকার। পনেরো ওভারে যে স্কোরটা ৪০-০-র চেয়ে অনেক ভাল। রান আটকে অস্ট্রেলিয়া সফরে ম্যাচ জেতা যাবে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE